মামা-ভাগ্নে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নিহতরা হলেন- ইসলাম (২৫) ও তার ভাগ্নে মো. হোসাইন (১০)। দুইজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
১৯ ঘণ্টা আগে
গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপানে মামা-ভাগ্নের মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলায় গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপান করে মামা-ভাগ্নের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার উপজেলা হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
নিহতরা হলেন- বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে দীপু সরকার ও গাজীপুরের প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ দীপু সরকারের বড় বোনের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। গায়ে হলুদে রাতে কয়েকজন মিলে দেশীয় মদ খেলে তারা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ মারা গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: গাজীপুরে মদপানে ২ জনের মৃত্যু
পাবনায় মদপানে যুবকের মৃত্যু
৮ মাস আগে