ইদুর মারার ফাঁদ
বাগেরহাটে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু
বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার জন্য নিজের পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহতাব শেখ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাতে জেলার কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের ধানের জমিতে ওই যুবদল নেতা বিদ্যুৎপৃষ্ট হন।
সোমবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
নিহত মাহাতাব শেখ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের এমানউদ্দিন শেখে ছেলে।
তিনি কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
এলাকাবাসি জানান, রাতে বোরো ধানের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। কিন্তু অসাবধানবশত তিনি নিজের পাতা ফাঁদ স্পর্স করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাসীন হোসেন জানান, বাড়ির কাছে জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাতব শেখ মারা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠান।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
৯ মাস আগে