ভালোবাসা দিবস
ভালোবাসা দিবস ২০২৪: মুক্তির অপেক্ষায় যেসব নাটক
ফাল্গুন ও প্রেমের সওগাত নিয়ে আসছে ভালোবাসার মহৌৎসব। বিশ্ব ভালোবাসা দিবসকে সাদরে বরণ করে নিতে সাজ সাজ রবে মুখরিত বিনোদন পাড়া। ছোট পর্দার পরতে পরতে বসন্তের শুভাগমন বর্ণীল আভা ছড়ালেও সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে প্রণয়ের রঙে। ইউটিউব ও টিভি চ্যানেলগুলোকে কেন্দ্র করে ১৪ ফেব্রুয়ারিতে মুক্তির মিছিলে শামিল হওয়া মৌলিক নাটকগুলো যেন তারই পরিবেশনা। এই উন্মাদনা টিজার, ট্রেলার ও পোস্টারের বাহনে চেপে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে নেটিজেনদের প্রতীক্ষা ও আলোচনায়। চলুন, সেগুলোর মধ্যে সর্বাধিক প্রত্যাশিত কয়েকটি ভ্যালেন্টাইন’স ডে’র নাটকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভালোবাসা দিবস ২০২৪-এর যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
ভ্লগার মিতু
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর প্রযোজনায় ক্লোজআপ এবার নিয়ে আসছে তিনটি ভ্যালেন্টাইন স্পেশাল। সিনেমাওয়ালার ব্যানারে এই নাটকগুলো নির্মিত হয়েছে তিনজন তরুণ নির্মাতার নির্দেশনায়। তন্মধ্যে হাসিব হোসেন রাখি পরিচালিত ‘মন দুয়ারে’ সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ভ্যালেন্টাইন্স ডে-এর আগের দিন, আর পরের দিন প্রকাশিত হবে সাজ্জাদ হোসাইন বাপ্পীর ‘তুমিহীনা’। ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য রাখা হয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘ব্লগার মিতু’, যার নাম ভূমিকায় রয়েছেন কেয়া পায়েল।
দেশ সেরা ভ্লগার মিতুকে নিয়ে ভ্লগ বানাতে সরাসরি একদম বাসায় এসে উপস্থিত এক ভ্রমণ ভ্লগার। এই ভ্রমণ ভ্লগারের ভূমিকায় উপস্থিত হবেন ইয়াশ রোহান।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
শুরুটা তিক্ততা দিয়ে শুরু হলেও ক্রমশ এই দুই ভ্লগারের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। কিন্তু বাধ সেধে বসে গ্রামবাসী। প্রতিকূলতা আরও বেড়ে যায় যখন তাতে অনুপ্রবেশ ঘটে তৃতীয় পক্ষের।
এমনি গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, রিফাত জাহান, আনোয়ার হোসেন, ডিকন নূর, রিয়াজ রাজ প্রমুখ।
নাটকের চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ, আবহ সঙ্গীতে সজিব দাস এবং রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।
পাষাণ
চেহারা ঝলসানো অবস্থায় বেশ কিছু দিন ধরেই নেটিজেনদের বিস্ময়ের খোরাক যোগাচ্ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেটি আর কিছুই নয়, মেহেদি হাসান হৃদয় রচিত ও পরিচালিত পাষাণ নাটকের শ্যূটিং।
বস্তিতে থাকা এক দম্পতি তাদের অভাবের সংসার চালাতে দুজনেই কাজ করে। স্বামী সেলুনে আর স্ত্রী বাড়ীতে থেকেই সেলাইয়ের কাজ করেন। টানাটানির সংসারে ভালোবাসার দিনকে সামনে রেখে দুজনেই মনস্থির করেন- একে অন্যকে উপহার দিয়ে চমকে দিবেন। কিন্তু তার আগে ভাগ্যই তাদেরকে সবচেয়ে বড় চমকের সম্মুখীন করে। হঠাৎ বস্তিতে আগুন লেগে ঝলসে যায় স্ত্রীর চেহারা। এর পরবর্তীতে ঘটনাকে উপজীব্য করেই এক অসামান্য প্রেম ও আবেগের গল্প বলেছে পাষাণ নাটক।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ততম অভিনেতা মুশফিক আর ফারহান। অন্যান্যদের মধ্যে রয়েছেন আবুল হায়াত ও আজিজুল হাকিম। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা। নাটকটি দর্শক দেখতে পারবেন ভালোবাসা দিবসে রাত ৮টায় আরটিভির পর্দায়।
বুক পকেটের গল্প
‘অচেনা অতিথি’, ‘কতিপয় সুখের খোঁজে’ এবং ‘তোমায় ফিরে পাবো?’ এই তিন গল্পের এক অ্যান্থলজি বুক পকেটের গল্প। কেএস এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। গল্প ভিন্ন হলেও চিত্রপটে রয়েছে ভালো লাগা, প্রেম ও বিরহ।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন মীর রাব্বী, শাশ্বত দত্ত, তাহিয়া তাজিন খান আইশা, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর, এবং মারিয়া হোসেন শান্ত।
শাশ্বতর চরিত্রের নাম মাহিন, আইশার চরিত্র মালিহা, মাহফুজ নামে থাকবেন রাব্বী, মারিয়ার চরিত্র মেঘলা, নবনী হিসেবে উর্বী এবং তানভীর থাকবেন সায়মন চরিত্রে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন ভাস্কর জনি, আবহ সঙ্গীতে সৈয়দ নাফিস এবং রঙ, সম্পাদনা এবং ভিজুয়াল ইফেক্টে অর্ণব হাসনাত। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নাটকটি মুক্তি পাবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
শিউলি ফুল
বৃষ্টি, কবিতা, প্রেয়সী, প্রেমিকের মুগ্ধ চাহনী; সব মিলিয়ে নিরঙ্কুশ প্রেমের নাটক হলেও চমকপ্রদ ক্লাইমেক্সের হাতছানি দিচ্ছে শিউলি ফুল নাটকের ট্রেইলার। মাসুম শাহরিয়ারের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন এল আর সোহেল।
রোমান্টিক দৃশ্যে তানজিন তিশা পরিচিত মুখ হলেও অনেক দিন বাদে গম্ভীর রোমান্টিক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অন্যান্য ভূমিকায় আছেন নরেশ ভূঁইয়া, আমিনুর রহমান বাচ্চু, এম কে এইচ পামির, এবং মেহেদী হাসান পিয়াল।
চিত্রগ্রহণে রয়েছেন সুমন হোসাইন, এবং গান ও আবহ সঙ্গীতে শাহরিয়ার আলম মার্সেল। নাটকটি ১৪ ফেব্রুয়ারী রাত ১০ টায় একযোগে সম্প্রচারিত হবে দীপ্ত টিভি, দ্বীপ্তপ্লে ওটিটি প্ল্যাটফর্মে, এবং দ্বীপ্ত নাটক ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
রঙ রাধিয়া
নিজের অবচেতনে রাধিয়া নামের এক কাল্পনিক মেয়ের ছবি আঁকে এক চিত্রকর। প্রদর্শনীর পর থেকে ছবিটি বেশ খ্যাতিও পেয়ে যায়। তবে সেই খ্যাতির রেশ বিস্ময়ে পরিণত হয় যখন ছবিটি সত্যি সত্যি মিলে যায় বাস্তবে রক্ত-মাংসে গড়া এক মেয়ের সঙ্গে।
এমনই চিত্তাকর্ষক গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান সোহাগ আর তা দিয়ে নাটক বানিয়েছেন হাসান রেজাউল। চিত্রকরের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর রাধিয়ার বাস্তব সংস্করণ হিসেবে থাকছেন বর্তমান সময়ের উদীয়মান তারকা তানজিম সাইয়ারা তটিনীকে।
সহশিল্পী হিসেবে রয়েছেন সাবেরী আলম, আনোয়ার শাহী, এজাজ বারী, রুবাইয়া এশা, ইহতেশাম আহমেদ এবং তমাল।
আবহ সঙ্গীতে ছিলেন আপেল মাহমুদ এমিল, চিত্রগ্রহণে বিদ্রোহী দীপন, এবং রঙ ও সম্পাদনায় অমিতাভ মজুমদার। নাটকটি দেখানো হবে এনটিভিতে ভালোবাসা দিবস রাত ৯টা ৩০ মিনিটে।
আরও পড়ুন: শিশুদের জন্য বিনোদনমূলক যত বাংলা ইউটিউব কার্টুন চ্যানেল
১০ মাস আগে
ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
হোক সে আপন নিবাস কিংবা ভিনদেশী অচেনা জায়গা, সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটি পাশে থাকাটা আশেপাশের সবকিছুকেই যেন ঝাপসা করে দেয়। এরপরেও প্রত্যেকেই তার ভ্যালেন্টাইনের সঙ্গে কাটানো সময়টাকে ভালো লাগা দিয়ে ভরিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। পরিণয়টা নিরঙ্কুশ সিদ্ধি লাভ করে যখন তাতে যোগ হয় প্রকৃতিপ্রেম, রোমাঞ্চ ও মুক্তির উচ্ছ্বাস। কিন্তু ব্যস্ত জীবনে ফিরে আসার শাসনটা এই স্বাধীনতাকে বাধ ভেঙে যেতে দেয় না। তখনি আসে কাছে কোথাও নিরিবিলিতে ঘুরতে যাওয়ার পায়তারা। আর ঠিক এই চাহিদাটিকে পূরণ করতেই ঢাকার অদূরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন রিসোর্টগুলো। শহুরে যুগলবন্দিদের প্রতি এক অভূতপূর্ব ভালবাসা দিবসের অভিজ্ঞতার নিবেদন করে এই নৈসর্গিক স্থানগুলো। চলুন, সেগুলোর মধ্যে থেকে ঢাকার নিকটবর্তী মনোরম ১০টি রিসোর্টের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের জন্য ঢাকার কাছেই ১০টি রিসোর্ট
জলেশ্বরী রিসোর্ট, গাজীপুর
সবুজ গাছ-গাছালি ঘেরা প্রায় ১০০ বিঘা জায়গার জলেশ্বরী রিসোর্টের অবস্থান গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ফাউগান গ্রামে। অতিথিদের জন্য এখানে রয়েছে তিনটি সুসজ্জিত ভবন, সুইমিংপুল, রেস্টুরেন্ট এবং বিশাল খেলার মাঠ।
সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সরকারি ছুটি দিন বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে কাপল ডে লং প্যাকেজের মূল্য ৬ হাজার টাকা। ছুটির দিনগুলোতে এর দাম রাখা হয় ৬ হাজার ৫০০ টাকা। এর বাইরে মান ভেদে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া নেওয়া হয় ৮ থেকে ৯ হাজার টাকা।
রাজেন্দ্রপুর চৌরাস্তা দিয়ে রাজেন্দ্রপুর বাজারে তারপর ফাউগান বাজার পার হয়ে একটু সামনে গেলেই জলেশ্বরী রিসোর্ট।
আরও পড়ুন: স্বল্প বাজেটে ভ্যালেন্টাইন’স ডে উপহার: অনুপম নিবেদনে প্রিয়জনের মুগ্ধতা
ছুটি রিসোর্ট, গাজীপুর
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ঘেঁষা জনপ্রিয় ছুটি রিসোর্টের জায়গা প্রায় ৫০ বিঘা। যেখানে রয়েছে স্পোর্টস জোন, সুইমিংপুল, রেস্তোরাঁ এবং ক্যাম্পিংয়ের জায়গা। ২১টি কটেজের পাশাপাশি এখানকার ছনের ঘর, মাছ ধরার সুযোগ, নৌকা ভ্রমণ, পিঠাপুলী এবং সবজি ও ফুল-ফলের বাগান আকৃষ্ট করে দর্শনার্থীদের। তবে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পাখির কলকাকলী, বাঁদুড় ও শিয়ালের হাঁক, ঝিঁঝিঁ পোকার ডাক এবং জোনাকি আলো।
১০ মাস আগে
স্বল্প বাজেটে ভ্যালেন্টাইন’স ডে উপহার: অনুপম নিবেদনে প্রিয়জনের মুগ্ধতা
ভালো লাগার বিমূর্ত অভিজ্ঞতাগুলোর আকর্ষণ গুরুতর আর্থিক সংকটেও যেন উপেক্ষিত হওয়ার নয়। বিশেষ করে প্রিয়জনের হাসিমুখের কাছে আর সবকিছু যেন গুরুত্বহীন হয়ে পড়ে!
নিয়ত জীবিকার পেছনে ছুটতে গিয়ে হতাশাগ্রস্ত মনে প্রায় ভর করে বিতৃষ্ণা। সেখানে একটু ভিন্নভাবে কাটানো দিনগুলো শুধু প্রিয় কতক স্মৃতির জন্ম দেয় না। বরং বারবার মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি দিন কতটা মূল্যবান। এর মধ্যে প্রিয় মানুষটির সঙ্গে কাটানো আগামী দিনগুলো কতটা ভালবাসাপূর্ণ হতে পারে তার একটা ছোট্ট মহড়ার নাম ভ্যালেন্টাইন’স ডে।
বস্তুগত দিক থেকে উপহারটি ছোট-বড় যেমনি হোক না কেন, তার পেছনে সময় ও শ্রম দেওয়ার স্বতঃস্ফূর্ততা গড়ে দেয় সম্পর্কের মাপকাঠি। সেই সূত্রে চলুন, সাধ্যের মধ্যেই কিছু ভ্যালেন্টাইন’স ডে উপহার দেখে নেওয়া যাক।
প্রিয়জনের জন্য কম খরচে ১০টি ভ্যালেন্টাইন’স ডে উপহার
ঘর সাজানোর গাছ
শুধু শোভা বাড়াতেই নয়, একটি স্বাস্থ্যকর পরিবেশের জন্যও অনেকে ঘর সবুজায়নের ব্যবস্থা করেন। অনেকেই তাদের কাজের টেবিল ও তার আশেপাশে জানালাকে সাজিয়ে তুলতে পছন্দ করেন ছোট ছোট গাছের টব দিয়ে। বিশেষ করে ঘৃতকুমারি বা অ্যালোভেরা, স্নেক পাম, মাদার্স-ইন-লস টাঙ, রাবার গাছের মতো ইন্ডোর প্ল্যান্টগুলো মানসিক স্বাস্থ্যকেও উন্নত করে। শুধু চারার দিক থেকে এগুলোর দাম খুব বেশি নয়। মূল্যের তারতাম্যটা মূলত বিভিন্ন ধরনের টবের ভিত্তিতে হয়ে থাকে। সেগুলোর মধ্যে বেশ সাশ্রয়ী হয় প্লাস্টিকের টবগুলো। গাছপ্রেমীদের জন্য অনায়াসেই এটি একটি সেরা উপহার।
আরও পড়ুন: বিয়ের শাড়ি, লেহেঙ্গা ঢাকার যেখানে পাবেন: বধূ সাজের সেরা গন্তব্য
চকলেট বা ক্যান্ডি
বিশেষ দিনগুলো উদযাপনের ক্ষেত্রে অনেক আগে থেকেই প্রিয় খাবারের প্রতিনিধিত্ব করে আসছে চকলেট। বিধায় বাজারগুলোতেও নানা উৎসবে বিভিন্ন রঙের আকর্ষণীয় মোড়কে পরিবেশন করা হয় চকলেট ও ক্যান্ডিকে। মোড়ক বা চকলেট বক্স নির্বাচন করা যায় প্রিয়জনের প্রিয় রঙের ভিত্তিতে।
১০ মাস আগে
ভালোবাসা দিবস: চট্টগ্রামে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা
চট্টগ্রামে এবার বিশ্ব , পয়লা ফাল্গুন ও আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (অমর একুশে) উপলক্ষে পাঁচ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রাম ফুল ব্যবসায়ীরা।
এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হওয়ায় গত বছরের চেয়ে ফুল বিক্রি হবে বেশি এমন ধারণা ব্যবসায়ীদের। তারা গত বারের চেয়ে প্রায় তিনগুন ফুল তুলেছেন দোকানে। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভালোবাসা দিবসের জন্য ফুল আমদানি করা হয়েছে বিদেশ থেকেও।
নগরীর মোমিন রোড অবস্থিত বিভিন্ন ফুল দোকানীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ফুল ব্যবসায়ীরা জানান, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রধান আকর্ষণই হলো ফুল। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষ এদিন ফুল উপহার দেন প্রিয়জনকে। দিবসটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই ফুল ব্যবসায়ীরা সারা বছরই অধীর আগ্রহে অপেক্ষা করেন দিনটির জন্য।
অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পরিমাণে ফুল বিক্রি হয় এদিন। ভালোবাসা দিবসকে সামনে রেখে গত দুই–তিন দিন আগে থেকেই আড়তদার ও খুচরা দোকানীরা ফুল মজুদ করতে শুরু করেছেন। এর মধ্যে রয়েছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, কাঠ মালতী, কামিনী, বেলি। এরই মধ্যে বিকিকিনি শুরু হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গনের আহ্বান
১ বছর আগে
ভালোবাসা দিবসে টেলিভিশনের পর্দায় ওসমান দম্পতি
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় ১৪ ফেব্রুয়ারি প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সারাবেলা’। এতে অতিথি হিসেবে দেখা যাবে রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান ও তার সহধর্মিনী সালমা ওসমান লিপি।
আয়োজনটি থেকে দর্শকরা যা জানতে পারবেন- এই দম্পতি তাদের ব্যক্তি জীবনে ভালোবাসার জন্য সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন তাদের ভালোবাসার জীবন। যারা রাজনীতি করেন তাদেরও একটা ভালোবাসার হৃদয় রয়েছে। সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে থাকে হাজারো স্বপ্ন।
সেই স্বপ্ন পূরণে থাকে নানা গল্প। সেই ভালোবাসার নানা অজানা গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আরও থাকবে অতিথি যুগলের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও গান।
নীল হুরের জাহানের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
আরও পড়ুন: অপূর্ব’র ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ হইচই-এ আসছে ফেব্রুয়ারিতে
চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
১ বছর আগে
ভালবাসা দিবসের মানে বদলে গেল পঙ্গু মিজানের জীবনে
ভালবাসা দিবসে জীবিকার্জনের জন্য দোকান ঘর উপহার পেয়ে ভালবাসার মানেটাই বদলে গেল সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা মিজানের। তার পাশে এসে দাঁড়িয়েছে ফরিদপুরের সেচ্ছাসেবী সংগঠন 'আমরা করবো জয়'। সংগঠনটি জীবিকা অর্জনের জন্য মিজানের বাড়ির সামনে একটি মুদি দোকান তৈরি করে দিয়েছে।
সোমবার রাতে দোকান উদ্বোধন করে পুনরায় সংসারের হাল ধরতে পেরে খুশি মিজান।
মিজান তালুকদার (৩২) ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার রেজাউল করিম তালুকদারের বড় ছেলে । মিজান দুই সন্তানের জনক। পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ভাড়ায় অটোরিকশা চালিয়ে সংসারের খরচ সংকুলান করতে না পেরে একদিন মিনি পিক আপের হেলপারি কাজে যোগ দেন।
আরও পড়ুন: হাত-পা বিহীন এসএসসি পরীক্ষার্থী সালাহ উদ্দিনের স্বপ্ন বড়
গেল বছর ২ অক্টোবর ছিল তার হেলপারি কাজের প্রথম দিন। সন্ধ্যায় ফরিদপুরের কানাইপুর বাজার থেকে মিনি পিকআপে পান লোড করে রওনা দেন যশোরের উদ্দেশ্যে।
রাত ২টার দিকে যশোরের চৌরাশ এলাকায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন পিকআপের চালক মো. সোহেলসহ মিজান। ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতাল, শেখ হাসিনা বার্ন উইনিট, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নেন। অবশেষে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় করার পরও বাম পা কেটে ফেলতে হয় তার। শুরু হয় তার পঙ্গু জীবন। সোহেলের কোমরের হাড় ভেঙ্গে যাওয়ার তিনি এখনও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।।
২ বছর আগে
ভালোবাসা দিবসে ইবিতে গায়ে হলুদ
মানুষ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কত কিছুই না করে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন রিয়ার বিয়েকে স্মরণীয় করে রাখতে করা হয়েছে ব্যতিক্রমী আয়োজন।
সোমবার, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ছিল। এই দিনে ইবির ক্যাম্পাসে মেয়েরা রঙিন শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে প্রিয় মানুষটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে তারা উদযাপন করেছেন দিনটি। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে চোখ আটকে গেলো ভিন্নধর্মী এক আয়োজনের। সেখানে গায়ে হলুদের স্টেজে কনের সাজে বসে আছেন রিয়া। অনেকে এসে আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন তার গালে। আর আশপাশে গানের তালে তালে নৃত্য করছেন তার সহপাঠী বন্ধুরা।
জানা গেছে, কনের সাজে বসে থাকা রিয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আগামী ১৮ ফেব্রুয়ারি পারিবারিকভাবে কুষ্টিয়া জেলার হালিমুর রহমানের সঙ্গে বিয়ে হচ্ছে রিয়ার। হালিমুর পেশায় একজন ব্যাংকার। রিয়ার বিয়ের দিনকে স্মরণ করে রাখতে ভালোবাসা দিবসে ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা। দুপুর ২টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
এ অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিয়ার বান্ধবী শাপলা খাতুন বলেন, রিয়ার প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে আমরা এই আয়োজন করেছি। সে আমাদের বিভাগের সি আর হওয়ার কারণে তার প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশী। তাই সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলা সত্ত্বেও আমরা এই আয়োজন করেছি।
রাফায়েল আহমেদ অঙ্কন বলেন, আজকের দিনটি আমাদের কাছে একটি স্পেশাল দিন। আমাদের বান্ধবী রিয়ার প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণ করে রাখতে আমাদের এই আয়োজন। আজকের এই বিশেষ দিনে এ আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত।
এই আয়োজন সম্পর্কে রিয়া বলেন, আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করেছে এটা আমি প্রত্যাশাই করিনি। তাদের এ আয়োজনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।
আরও পড়ুন: ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে উৎসবের আমেজ
বসন্ত দোলায় পর্যটকরা: ফাগুনে মেরিনড্রাইভ সেজেছে পলাশ-শিমুলের অপরূপ সাজে
২ বছর আগে
ভালোবাসা দিবসে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’ নির্মাণ করেছেন নাট্য নির্মাতা শাফায়েত মনসুর রানা। এটি ভিন্ন ভিন্ন তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। মাছরাঙা টেলিভিশনে আজ রাত সাড়ে ১০টায় এ সিরিজটি প্রচার হবে।
নির্মাতা জানান, প্রতিটি গল্প একেকটি মুহূর্তের। ভালোবাসার অনেক রঙ থাকে। যেমন অভিমান, সন্দেহ, ব্রেকআপ-প্রিয়জনের এই রঙগুলোর বিভিন্ন মুহূর্তের তীব্র বহিঃপ্রকাশ ঘটবে গল্পগুলোতে।
‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’, ‘অপ্রকাশিত’ নামের শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ
২ বছর আগে
ভালোবাসা দিবসে জোভান-সাফা জুটির ‘ভালোবেসে যাই’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবেসে যাই’ শিরোনামে বিশেষ একটি নাটকে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারকা জোভান ও সাফা কবির। ১৪ ফেব্রুয়ারি (সোমবার) এটিএন বাংলায় রাত ১১টা ৫০ মিনিটে নাটকটি দেখা যাবে।
মঞ্জুর মরুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ, দৃষ্টি দোলা, সিনথিয়া, সোনালী প্রমুখ।
আরও পড়ুন: গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন
‘ভালোবেসে যাই’ এর গল্পে দেখা যাবে, মিজানুর সাহেব ও তার স্ত্রী মনিকার ২৫ বছর হতে চলল বিয়ের। বিচ্ছেদের এই যুগে এটা একটা এচিভমেন্ট বটে। ফলে মিজানুর সাহেব এটা পালনের জন্য প্রায় এলাহী কারবার করে বসেন। একটা রিসোর্ট ভাড়া করে সাত দিনের আয়োজন করে ফেলেন। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে কাছের দূরের আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রণ জানান।
আমেরিকা থেকে উড়ে আসছে তাদের একমাত্র মেয়ে নোভাও। যে যাই বলুক মিজানুর সাহেব আসলে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মেয়ের জন্যই। কতদিন মেয়েটাকে দেখেন না! ওদিকে কষ্টে পড়েছে রাহাতও। তার মাকে নিয়ে আসছে এই রিসোর্টে।
আরও পড়ুন: ২৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে অপু-বাপ্পী জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
টাকা-পয়সার সংকট; অন্যদিকে বিবাহ বার্ষিকীতে যোগ দেয়ার মত ন্যাকামিও তার নেই। কিন্তু মায়ের একটাই কথা-এত করে ভাই ভাবি বলল না করাটা কেমন হয়? মায়ের মুখের দিকে তাকিয়ে এ কয়টা দিন যেন কষ্ট করে রাহাত।
এর মধ্যেই নোভা চলে আসে আমেরিকা থেকে। রিসোর্ট যেন ঝলমলিয়ে ওঠে। সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে নোভার মোবাইলটা হারিয়ে গেলে রাহাত তা খুঁজে বের করে। নোভার ফোন বের করার পর রাহাতের গুরুত্ব একটু বাড়ে। রাহাত সবার সঙ্গে কাজে মিশে যায়। আর এভাবেই নাটকের ঘটনা এগিয়ে যায়।
২ বছর আগে
পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবসকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ
রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরগুলো আজ সেজেছে উৎসবের আমেজে। লাল আর হলুদ পোশাকে বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাস দিবস উদযাপনে অংশ নিতে শুরু করেছে তরুণ-তরুণীরা।
৪ বছর আগে