চট্টগ্রামে এবার বিশ্ব , পয়লা ফাল্গুন ও আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (অমর একুশে) উপলক্ষে পাঁচ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রাম ফুল ব্যবসায়ীরা।
এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হওয়ায় গত বছরের চেয়ে ফুল বিক্রি হবে বেশি এমন ধারণা ব্যবসায়ীদের। তারা গত বারের চেয়ে প্রায় তিনগুন ফুল তুলেছেন দোকানে। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভালোবাসা দিবসের জন্য ফুল আমদানি করা হয়েছে বিদেশ থেকেও।
নগরীর মোমিন রোড অবস্থিত বিভিন্ন ফুল দোকানীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ফুল ব্যবসায়ীরা জানান, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রধান আকর্ষণই হলো ফুল। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষ এদিন ফুল উপহার দেন প্রিয়জনকে। দিবসটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই ফুল ব্যবসায়ীরা সারা বছরই অধীর আগ্রহে অপেক্ষা করেন দিনটির জন্য।
অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পরিমাণে ফুল বিক্রি হয় এদিন। ভালোবাসা দিবসকে সামনে রেখে গত দুই–তিন দিন আগে থেকেই আড়তদার ও খুচরা দোকানীরা ফুল মজুদ করতে শুরু করেছেন। এর মধ্যে রয়েছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, কাঠ মালতী, কামিনী, বেলি। এরই মধ্যে বিকিকিনি শুরু হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গনের আহ্বান