দুই মাদক কারবারি
নওগাঁয় প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজা জব্দ, দুই মাদক কারবারি আটক: র্যাব
নওগাঁর রানীনগরে প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেলে সোহরাব কাজী ও ঢাকার-কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ, যুবক আটক: র্যাব
শনিবার (৯ মার্চ) সকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে র্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় প্রাইভেটকারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ তাদের আটক করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী মোহন কাজ করনে। তারা দুইজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে ১৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৪
৯ মাস আগে