আবির মোল্লা
খুলনায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. আবির মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রূপসা উপজেলায় কাজদিয়া বাজার মালিবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
নিহত যুবক মো. আবির মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, খুলনাগামী মোটরসাইকেলটি মালিবাগ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে যাওয়া ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর জানান, টলির ধাক্কায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা যুবক নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ইঞ্জিনিয়ার নিহত
৯ মাস আগে