কদমতলী
ঢাকার কদমতলীতে স্টিল মিলের আগুনে দগ্ধ হয়ে নিহত ১, আহত ৩
রাজধানীর শ্যামপুর এলাকার কদমতলীতে রবিবার (১৯ নভেম্বর) ভোরে একটি স্টিল মিলে অগ্নিকাণ্ডে রবিউল ইসলাম নামে এক শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
নিহত রবিউল ইসলামের (২৭) বাড়ি বরগুনা জেলায়।
আহতরা হলেন- মাজহারুল ইসলাম (৩৭), শাহ আলম (৩৫) ও আশিরুল ইসলাম (৩৫)।
বেজড স্টিল মিলের শ্রমিক মাইনুল হোসেনের বরাতে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, শনিবার রাতে কয়েকজন শ্রমিক লোহার রড গলানোর সময় মিলে আগুন লাগে। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে, এতে চার শ্রমিক আহত হয়। রবিউল ২৬ শতাংশ এবং আশিরুল ৮ শতাংশ পুড়েছে।
ওসি আরও বলেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টায় রবিউলের মৃত্যু হয়। শাহ আলম ও মাজহারুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
১ বছর আগে
রাজধানীর রায়েরবাগে কয়েল কারখানায় আগুন
রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার পুনম সিনেমা হলের পাশের একটি কয়েলের কারখানায় আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ২০০ ঘর পুড়ে ছাই
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
৩ বছর আগে
কদমতলীতে বাসা থেকে মা-বাবা ও মেয়ের লাশ উদ্ধার
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে মা, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ এই তিনজনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে রেললাইন থেকে সিএন্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার
উদ্ধার করা লাশের পরিচয় হলো, মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল। তাদের পরিবারের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
তাঁরা হলেন, মাসুদ রানার অন্য মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলাম ও নাতনী মারজান তাবাসসুম। পুলিশ ধারণা করছে, বিষ মেশানো খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নিহত তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদেরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেহজাবিন মুনকে পুলিশ আটক করেছে।
শফিকুল বলেন, তিনি তাঁর স্ত্রী মেহজাবিনের সাথে শুক্রবার রাতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন।
৩ বছর আগে
কদমতলী খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
রাজধানীর কদমতলী খালে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ পাঁচ দিন পর বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে