ইপিজি
১৬-১৯ জুলাই ঢাকায় বিমসটেকের ৫ম বৈঠক
বিমসটেকের ভবিষ্যৎ দিকনির্দেশনাবিষয়ক এমিনেন্ট পারসনস গ্রুপের (ইপিজি) পঞ্চম বৈঠক আগামী ১৬-১৯ জুলাই ঢাকায় বিমসটেক সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
চার দিনব্যাপী এই বৈঠকে বিমসটেক ব্যাংকক ভিশন-২০৩০ বাস্তবায়ন এবং ইপিজির খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে।
ইপিজি তাদের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের কাছে তার প্রতিবেদন জমা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় সভাপতিত্ব করবেন বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ডের ইপিজির সদস্য ড. সুনথর্ন চাইনদিপম।
বিমসটেক সদস্য দেশগুলোর ইপিজির সদস্যরা এ সম্মেলনে যোগ দেবেন।
বিমসটেক সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসচিব ইন্দ্র মণি পান্ডের নেতৃত্বে বিমসটেক সচিবালয় এই বৈঠকের আয়োজন করছে এবং ইপিজিকে আলোচনায় সহায়তা করবে।
একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্নত বিমসটেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিমসটেকের সংস্কার, পুনরুজ্জীবন ও পুনর্গঠনের জন্য সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে ইপিজিকে।
একটি সুরক্ষিত, উন্নত ও সমৃদ্ধ বঙ্গোপসাগর অঞ্চলের লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতা জোরদার ও গভীর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতির পরিচায়ক এই ইপিজি।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৭টি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে বিমসটেক গঠিত।
বিমসটেক ৭টি খাতে আঞ্চলিক সহযোগিতা দিয়ে থাকে সেগুলো হলো- কৃষি ও খাদ্য সুরক্ষা; কানেক্টিভিটি; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; মানুষে মানুষে যোগাযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন; নিরাপত্তা এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন।
ব্লু ইকোনমি, মাউন্টেন ইকোনমি, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নসহ ৮টি উপখাতে সহযোগিতা করে থাকে বিমসটেক।
৩ মাস আগে
১২-১৩ মে ঢাকায় বিমসটেকের বৈঠক
বিমসটেকের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এমিনেন্ট পারসনস গ্রুপের (ইপিজি) তৃতীয় বৈঠক আগামী ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিমসটেক নেতাদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে ইপিজি।
এর আগে গত ১১-১২ মার্চ ঢাকার বিমসটেক সচিবালয়ে ইপিজির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ডের ইপিজি সদস্য ডক্টর সুনথর্ন চাইনদিপম।
বৈঠকে ৬টি বিমসটেক সদস্য রাষ্ট্রের ইপিজি সদস্যরা অংশ নেন।
বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডের নেতৃত্বে ইপিজির আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ও বিমসটেক একসঙ্গে কাজ করবে: প্রধানমন্ত্রী
বিমসটেক-২০৩০ এজেন্ডা অনুযায়ী একটি সমৃদ্ধ ও উন্নত বঙ্গোপসাগর অঞ্চল গড়তে বিমসটেকের সংস্কার ও পুনর্গঠনের সুপারিশ করার লক্ষ্যে সংস্থাটির প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসহ কাঠামো নিয়ে কাজ করছে ইপিজি।
দুই দিনের বৈঠকে বিমসটেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার সময় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি বিমসটেকের বাহ্যিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে ইপিজি।
এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি ঢাকায় প্রথম বৈঠক হয়।
আরও পড়ুন: সহযোগিতা জোরদারে পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত করার অঙ্গীকার বিমসটেক প্রধানের
৭ মাস আগে