তিন ম্যাচ
নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
রবিবার আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করে জানায়, সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ আয়োজন করবে তারা।
যদিও এই সিরিজের ভেন্যু চূড়ান্ত হওয়া এখনও বাকি তবে তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ নভেম্বর এবং বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
আইসিসির ভবিষ্যৎ সফরের অংশ এই সিরিজটি চলতি বছরের জুলাই থেকে আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া ও ভেন্যু সমস্যার কারণে বাংলাদেশকে সিরিজ খেলার নিমন্ত্রণ জানাতে পারেনি আফগানিস্তান।
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সুযোগ বলা যায়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান। আসন্ন ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সব ফরম্যাটের সিরিজ খেলতে দেশটিতে পা রাখবে আফগানরা।
আরও পড়ুন: শেষ টেস্ট খেলে দেশ ছাড়ার ইঙ্গিত সাকিবের
১ মাস আগে
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অফস্পিনার মহেশ থিকশানার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশে।
এছাড়া সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২২ মার্চ থেকে সিলেটে এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা:
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৮ মাস আগে