তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অফস্পিনার মহেশ থিকশানার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশে।
এছাড়া সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২২ মার্চ থেকে সিলেটে এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা:
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ