সোয়া কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফিকুল ইসলাম বকুল নামে এক প্রবাসীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। আটকের সময় তার কাছ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন প্রায় ১ কেজি ২২০ গ্রাম।
শুক্রবার সকালে বিজি-১৩৬ লাইটিং ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। এরপর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তার কাছ থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মুহাম্মদ মাহফুজ আলম জানান, বিমানবন্দরে আটক যাত্রীর গতিবিধির সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তল্লাশি করে জুতার ভেতর বিশেষভাবে লুকায়িত, পোশাক ও ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ২২ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান, বকুল বিশেষ কায়দায় স্বর্ণের চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওটা ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। সব মিলিয়ে এক কেজি ২২০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা।
উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
ঢাকা বিমানবন্দরে যৌথ অভিযানে ২.১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
৯ মাস আগে