১ হাজার টাকা
পাবনায় ১ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
পাবনায় মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগে আব্দুস সামাদ ওরফে সম্রাট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম।
এর আগে শনিবার (১৬ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৬
নিহত আজাদ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং গ্রেপ্তার আব্দুস সামাদ ওরফে সম্রাট একইগ্রামের রবিউল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গত ১১ মার্চ সাড়ে ৭টায় আজাদ তার মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে আজাদের লাশ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে ১২ মার্চ বিকালে পাবনা সদর থানায় নিখোঁজ জিডি করেন।
তদন্তের পর অভিযুক্ত আব্দুস সামাদ ওরফে সম্রাটকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদ হত্যার কথা স্বীকার করেন সম্রাট।
সম্রাট জানান, সম্রাটের কাছ থেকে এক হাজার টাকা পেতেন আজাদ। টাকা চাওয়ার পর থেকেই তাদের দন্দ্ব। তারই জের ধরে আজাদকে হত্যা করেন সম্রাট।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সম্রাট। পরে তাকে সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
মোবাইল চুরির অপবাদে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
৯ মাস আগে