সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকা
গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকা থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মাদক পরিবহন ও পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ, উত্তর) খাইরুল আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) ও একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।
পুলিশ জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেইটের সামনে পাকা রাস্তায় একটি ট্রাকে তল্লাশি করে ১৪টি পলিথিন প্যাকেট থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরের এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
৮ মাস আগে