দুইজন আটক
যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
যশোর শহরের নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩২টি স্বর্ণের বারসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুর ৩টার দিকে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ, ৩ বাংলাদেশিকে আটক
জব্দ করা সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক দুইজন হলেন- যশোরের বেনাপোলের পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ও যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান জানান, প্রাইভেটকারযোগে ঢাকা থেকে বেনাপোলের দিকে শহিদুল ও সুমন যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ডিবি পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
৭ মাস আগে