বাস-অটোরিকশা সংঘর্ষ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪
কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫০), তার স্ত্রী পারুল বেগম, শাশুড়ি গোলাপ নাহার ও মেয়ে জান্নাতুল মাওয়া। তারা সবাই অটোরিকশার যাত্রী।
আরও পড়ুন: বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
লাকসাম হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘সংঘর্ষে বাহার ও তার শাশুড়ি ঘটনাস্থলেই মারা যান।
পারুল ও তার মেয়ে জান্নাতুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান এবং গুরুতর আহত অটোরিকশা চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘাতক বাস ও অটোরিকশা জব্দ করেছে। তবে বাসের চালক পলাতক আছেন বলে জানান এসআই জসিম।
আরও পড়ুন: কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৫৩৮ শ্রমিকের প্রাণহানি: এসআরএস
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
২ বছর আগে
কুড়িগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ব্র্যাক অফিসের গেটের সামনে এই দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রীও আহত হন।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিহত চালক সাইফুল ইসলাম (৫০) পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তির নাম মনিকা। তার পুরো পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারীগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে চালক অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। নিহতের পরিবার ক্ষতিপূরণ বা কোন ধরনের আইনি সহায়তার জন্য অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রবিবার অটোরিকশার চালকসহ সাতজন নিহত হয়েছেন।
৩ বছর আগে
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে বৃহস্পতিবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সেই সাথে অটোর চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
৪ বছর আগে