চট্টগ্রাম হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে কামরুল ইবনে হাসান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জম জম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১১
রাউজান গহিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ বলেন, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বলে জেনেছি, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।