সিএনজি অটোরিকশা
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ সিএনজি অটোরিকশা পুড়ে ছাই
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।
সোমবার বিকালে পৌনে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
নিহত চালকের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে ওই সময় অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিলেন না।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজিচালিত অটোরিকশাটি দ্রুত পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় আরেক গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তার উপর উল্টে গিয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, ঘটনার পর পর স্থানীয়দের ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এ ঘটনায় চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২
মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
৮ মাস আগে