২টি অস্ত্র-গুলি জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র-গুলি জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে হাসান আলী নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাসান আলী রাজশাহীর বাগমারা উপজেলার আচিনপুর ভবানীগঞ্জ এলাকার আনিসুর রহমানের ছেলে।
বুধবার(২৭ মার্চ) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায়।
এসময় যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার কোমর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন জব্দ ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ৩৩ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে অস্ত্র ও গাঁজা জব্দ; আটক ১
৯ মাস আগে