অধ্যাপক ইউনূস
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আকস্মিক নেতিবাচক কিছু নেই: অধ্যাপক ইউনূস
ডোনাল্ড ট্রাম্প (নবনির্বাচিত প্রেসিডেন্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় হঠাৎ করে কোনো নেতিবাচক বিষয়ের উত্থান দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি মনে করি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এমন কিছু নয়, কে প্রেসিডেন্ট হচ্ছেন, যা তার ওপর নির্ভর করে ‘
অধ্যাপক ইউনূস বলেন, রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি এমনকি ট্রাম্পের বিষয়েও তার কোনো সমস্যা নেই।
প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অতীতে তার কোনো যোগাযোগ ছিল না এবং উভয় দলেই তার বন্ধু রয়েছে।
অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানালেন ড. ইউনূস
২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখবেন। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ পদে বহাল থাকবেন।
এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প।
মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প 'হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার' নিন্দা জানান, যারা বাংলাদেশে বিক্ষুব্ধ জনতার দ্বারা আক্রান্ত ও লুটপাটের শিকার হচ্ছে।’
এক টুইটে ট্রাম্প লেখেন, ‘আমার নজরদারিতে এটা কখনই ঘটত না। কমলা এবং জো বিশ্বজুড়ে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন পর্যন্ত আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় হয়েছে, তবে আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!’
এ বিষয়ে আল জাজিরার এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, এটা মূলত অপপ্রচার- সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। ‘এটা দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: সীমাবদ্ধতা সত্বেও একটি মজবুত অর্থনীতি দিয়ে যাব: ড. ইউনূস
তিনি বলেন, বেশিরভাগ অপপ্রচারের উৎপত্তি ভারত থেকে। যে কারণেই হোক না কেন- সম্ভবত অস্থিতিশীলতা জিইয়ে রাখার জন্য।
'কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই' উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সহিংসতা শুরু হয়েছিল বিপ্লবের সময় হিন্দু বা অন্য ধর্মের কারণে নয়, বরং বেশিরভাগই তারা আওয়ামী লীগার ছিল বলে। হিন্দুদের অধিকাংশই ছিল আওয়ামী লীগার।’
রবিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুরা কিছু ক্ষেত্রে সহিংসতার শিকার হয়, তবে তা 'সম্পূর্ণ অতিরঞ্জিত'।
তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন বাংলাদেশ ছিল সম্পূর্ণ অরক্ষিত একটি দেশ। সে সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল।’
প্রধান উপদেষ্টা বলেন, মূলত রাজনৈতিক কারণে অল্প কিছু সহিংসতার ঘটনা রয়েছে।
আরও পড়ুন: ১৫ বছরের সব অপকর্মের বিচার করব: অধ্যাপক ইউনূস
৩ দিন আগে
পোপ ফ্রান্সিস-অধ্যাপক ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান
মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রয়াসে যৌথভাবে রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’ চালু করেছেন ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
‘থ্রি জিরো ক্লাব’ রোমের প্রান্তিক সম্প্রদায়ের যুবকদের জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়িয়েছে। উদ্ভাবনী ধারণাগুলোর বিকাশ এবং দৃঢ় এবং টেকসই সমাধান তৈরির জন্য এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ইউনূস সকলকে সম্মিলিতভাবে এই রূপান্তরিত যাত্রা শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পরবর্তী প্রজন্মকে এমন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান, ‘যা প্রতিটি ব্যক্তির মর্যাদাকে সম্মানিত করবে এবং আমাদের (পৃথিবী) গ্রহের পবিত্রতা রক্ষা করবে।’
সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে অন্তত ৪ হাজার ৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে, যার সবগুলোই অধ্যাপক ইউনূসের নতুন সভ্যতার স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, এসব ক্লাবের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছে।
রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনাকে লেখা এক চিঠিতে অধ্যাপক ইউনূস বলেছেন, এই পদক্ষেপে তিনি 'গভীরভাবে সম্মানিত' বোধ করছেন।
আরও পড়ুন: বৈশ্বিক চ্যালেঞ্জ-জটিলতা মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান ইউনূসের
এই উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে 'আন্তরিক অভিনন্দন' জানান।
শান্তিতে ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী শনিবার বলেছিলেন, ‘এই অসাধারণ উদ্যোগটি পোপ ফ্রান্সিসের অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে তুলে ধরে।’
প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘এই উদ্যোগের লক্ষ্য কেবল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জন করা নয়, বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করাও - যা সহানুভূতি, সমতা এবং স্থায়িত্বের ভিত্তিতে ভিত্তি তৈরি করে।’
তিনি বলেন, ‘এমন একটি সভ্যতা যেখানে কেবল কাউকে পিছনে ফেলে রাখা উচিত নয়, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ভাগ্যের চালকও হতে পারে, একটি মানব পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য গর্বিত হতে পারে, যেমনটি পবিত্র পিতা সাম্প্রতিক বছরগুলোতে জোর দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘সকল ভাই-বোনেরা আসুন আমরা স্বপ্ন দেখি, একটি একক মানব পরিবার হিসেবে, একই মাংসের অংশীদার সহযাত্রী হিসেবে, একই পৃথিবীর শিশুদের মতো, যা আমাদের সাধারণ বাড়ি, আমাদের প্রত্যেকে তার বিশ্বাস এবং বিশ্বাসের সমৃদ্ধি নিয়ে আসে, আমাদের প্রত্যেকে তার নিজস্ব সমর্থন দিয়ে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘সামাজিক ন্যায়বিচারের প্রতি পোপ ফ্রান্সিসের অবিচল অঙ্গীকার এবং সামাজিক ব্যবসার শক্তিতে আমার বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে, থ্রি জিরো ক্লাব তরুণদের অর্থপূর্ণ পরিবর্তন আনতে প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহিত করে।’
তিনি বলেন, ‘তারা সৃজনশীলতা এবং উদ্যোক্তা চেতনা লালন করে, আমরা এই তরুণ নেতাদের আরও ন্যায়সঙ্গত ও সম্প্রীতিপূর্ণ সমাজের স্থপতি হতে ক্ষমতায়ন করি।’
আরও পড়ুন: নতুন সভ্যতার জন্য 'বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক, যুব শক্তিকে' একত্রিত করার আহ্বান ইউনূসের
৫ দিন আগে
জি-২০ সামাজিক সম্মেলনে টেকসই উন্নয়নের অগ্রগতির প্রতিশ্রুতি তুলে ধরেন অধ্যাপক ইউনূস
সম্প্রদায়ের উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ নভেম্বর) রিও ডি জেনিরোতে জি-২০ সামাজিক শীর্ষ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি তুলে ধরেন।
জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, কোনো দেশই পারস্পরিক দায়িত্ব পালনে তার ভূমিকা পালন করা থেকে বিরত থাকতে পারে না।
আরও পড়ুন: শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
তিনি ক্ষয়িষ্ণু কাঠামোর প্রতি বিশ্বাস পুনরুদ্ধার এবং টেকসই সমাধানের দিকে বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করতে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।
দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদেরর প্রতি 'তিন শূন্যের বিশ্ব' গড়ে তোলার পক্ষে জোরালো আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ ভার্চুয়াল বার্তার পর ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে জি-২০ সামাজিক সম্মেলনের অধিবেশন শুরু হয়।
ব্রাজিলের পাশাপাশি গ্লোবাল অ্যালায়েন্স অ্যাবাউট পোভার্টি অ্যান্ড হাঙ্গারে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে যোগ দেওয়ায় এই অধিবেশন একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়।
অধ্যাপক ইউনূসের দূরদর্শী ভাষণ 'একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী নির্মাণ' শীর্ষক এই উচ্চ-পর্যায়ের ইভেন্টে একটি অনুপ্রেরণামূলক সুর তুলেছে। তিনি একটি ন্যায্য, আরও স্থিতিশীল বিশ্বের ভবিষ্যতের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপের আহ্বান জানান।
আরও পড়ুন: জলবায়ু সংকট মোকাবেলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর আহ্বান প্রধান উপদেষ্টার
দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে জি-২০ বৈশ্বিক জোট প্রতিষ্ঠার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ইউনূস এই যুগান্তকারী উদ্যোগে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন।
ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সির অধীনে গঠিত এই জোটের লক্ষ্য বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে একত্রিত করা।
নারীর ক্ষমতায়ন, জলবায়ু টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এ বছরের জি-২০ আলোচনার তিনটি মূল বিষয়ে অবদান রাখতে ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
এই রূপান্তরমূলক পদ্ধতির পক্ষে ওকালতি করে, তিনি খরচ কমানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নতুন মানসিকতা এবং জীবনধারা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। যা ‘তিন শূন্যের বিশ্ব’র দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য অপরিহার্য।
অধ্যাপক ইউনূস দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে রূপান্তরমুখী সমাধানে সহযোগিতার লক্ষ্যে প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অ্যালায়েন্সের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের অংশ হিসেবে সমন্বিত মাতৃত্ব ও প্রাক-শৈশবকালীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন ।
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জসিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অদ্যাবধি গ্লোবাল অ্যালায়েন্স জাতিসংঘের সদস্য রাষ্ট্র, জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে প্রতিষ্ঠাতা সদস্য দেশ ৩০টি উন্নীত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিসহ ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী জি-২০ সামাজিক শীর্ষ সম্মেলনে অংশ নেন।
আরও পড়ুন: কপ২৯: আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনূস
৫ দিন আগে
বাংলাদেশ-ভারত, নেপাল ও ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির চিন্তা করা উচিত: অধ্যাপক ইউনূস
নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ ভাগাভাগির জন্য দক্ষিণ এশিয়ার গ্রিড গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘নেপাল মাত্র ৪০ মাইল দূরে হওয়ায় বাংলাদেশ সহজেই জলবিদ্যুৎ আনতে পারে। নেপালের জলবিদ্যুৎও সস্তা হবে,’ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে।
বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বিদ্যুৎ গ্রিডের অভাবে হিমালয়ের দেশগুলোর জলবিদ্যুৎ সম্ভাবনার বেশিরভাগই অব্যবহৃত রয়ে গেছে।
নেপালের কর্মকর্তারা বলেছেন, তার দেশের ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করতে পারে।
আজারবাইজানের রাজধানীতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া প্রধান উপদেষ্টা বলেন, বন্যা প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহারে বাংলাদেশ পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের পানি ব্যবস্থাপনা এমনভাবে করতে হবে যাতে তা প্রকৃতিকে সহায়ক হয় ‘
সামাজিক ব্যবসা সভায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যুব উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের ওপরও জোর দিয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, সরকার আগামী জানুয়ারিতে তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করবে। এই আয়োজনে দেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক টি-টোয়েন্টি বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কপ২৯: বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
১ সপ্তাহ আগে
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অধ্যাপক ইউনূসকে পূর্ণ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ব্যাপক সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার অভিযাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
অধ্যাপক ইউনূস মঙ্গলবার (১২ নভেম্বর) কপ-২৯ ভেন্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন।
অধ্যাপক ইউনূস তাদেরকেও শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: কপ২৯: আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনূস
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস একটি ব্যস্ত দিন কাটিয়েছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ও ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী বিশ্বের কয়েকটি দেশের অন্তত ২০ জন নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জুলাই মাসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করার জন্য কারাবন্দী ৫৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বোস-আইনস্টাইন পরিসংখ্যানে তরুণদের আত্মবিশ্বাসের ওপর জোর দেন ড. ইউনূস
অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অধ্যাপক ইউনূস দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য শীর্ষ প্লাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে আসছেন। এর আগে তিনি বলেছিলেন, সার্কের পুনরুজ্জীবন হবে তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।
তিনি অন্যদের মধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফার প্রেসিডেন্ট এবং আইওএম মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন: ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের অভিনন্দন
১ সপ্তাহ আগে
ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের অভিনন্দন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে লেখা এক অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও ভবিষ্যত সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে তিনি।
চিঠিতে তিনি বলেন, '২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আপনি বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা মানে আপনার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে প্রতিফলিত হয়েছে। ‘
আরও পড়ুন: ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
অধ্যাপক ইউনূস বলেন, 'আমি নিশ্চিত আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধি লাভ করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’
চিঠিতে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অফিসে আপনার আগের মেয়াদে সম্পর্কের গভীরতা এবং প্রশস্ততা বাড়তে থাকে। আমি আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।’
এতে আরও বলা হয়, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্ভাবনাগুলো অফুরন্ত, আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারিত্বের নতুন নতুন পথ খোঁজার লক্ষ্যে কাজ করে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে অধ্যাপক ইউনূস বলেন, 'একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টার অংশীদার ও সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশের সরকার ও শান্তিকামী মানুষ।’
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা এটাকে (তার জয়) স্বাগত জানাই। আমরা আশা করি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে এবং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’
সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের বক্তব্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তাকে সম্ভবত ভুল তথ্য দেওয়া হয়েছিল।
এ সময় প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
ট্রাম্পের বিজয়কে এমন একজন সাবেক প্রেসিডেন্টের জন্য অসাধারণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। যিনি চার বছর আগে পরাজয় মেনে নিতে অস্বীকার করে ইউএস ক্যাপিটল হিলে সহিংস বিদ্রোহের সূত্রপাত করেছিলেন। এমননি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং দুটি হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন।
আরও পড়ুন: সাবিনাদের রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার অভিনন্দন
২ সপ্তাহ আগে
ইউরোপীয় ইউনিয়ন আপনাদের সঙ্গে আছে: অধ্যাপক ইউনূসকে পাম্পালোনি
বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে ইরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানান তিনি।
তিনি বলেন, ‘বার্তাটা খুব পরিষ্কার। ইউরোপীয় ইউনিয়ন আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের সংস্কার (উদ্যোগ) সমর্থন করতে চাই। বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের সমর্থনের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ‘
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
তিনি বাংলাদেশকে সমর্থন দিতে ইউরোপীয় দেশগুলোর প্রস্তুতির কথা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান মাইকেল মিলার উপস্থিত ছিলেন।
পামপালোনি বলেন, সংস্কারের জন্য তহবিলের কোনো অভাব হবে না এবং তারা কাজটি সম্পন্ন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রযুক্তিগত সহায়তাও দেবেন।
প্রধান উপদেষ্টা এই সৌজন্যের প্রশংসা করেন এবং গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন যে, ভন ডার লিয়েন এই ক্ষেত্রে তার বিশাল অভিজ্ঞতা দিয়ে দুর্নীতি মোকাবিলা এবং নবায়নযোগ্য শক্তির দিকে বাংলাদেশের রূপান্তরকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাম্পালোনি স্বীকার করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন তার প্রযুক্তিগত দক্ষতা এবং আর্থিক সহায়তা ব্যবহার করে অন্যান্য অনেক দেশের সঙ্গে এটি করেছে।
তিনি বলেন, 'আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আপনাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এখন আমাদের এমন একজন আছেন যার সঙ্গে বাংলাদেশে কাজ করা যেতে পারে। আপনার একা বোধ করার দরকার নেই। আমরা সত্যিই সমর্থন করতে আগ্রহী।’
ইইউ কর্মকর্তা বাংলাদেশকে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টির আহ্বান জানান, যা আরও কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাণিজ্য বৃদ্ধি করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে, রাষ্ট্রদূত মিলার প্রধান উপদেষ্টাকে বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ব্যবসার আরও সুযোগ খুঁজে বের করতে জানুয়ারিতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।
প্রধান উপদেষ্টা শ্রম অধিকার সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের আশ্বস্ত করেন, যা আরও বিনিয়োগ আনার পথ প্রশস্ত করবে।
প্রধান উপদেষ্টা ইইউ কর্মকর্তাদের বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা আন্তর্জাতিক মান বজায় রাখছি ... কোনো লুকোচুরি থাকবে না। আমরা আর এই খেলা খেলতে চাই না।’
ইইউ কর্মকর্তারা বিভিন্ন খাতের সংস্কারে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন।
আরও পড়ুন: বাংলাদেশে আরও বিনিয়োগ ও দ. কোরিয়ায় শ্রমিক নিয়োগ করুন: রাষ্ট্রদূতকে অধ্যাপক ইউনূস
পাম্পালোনি বলেন, 'এই প্রথম আমরা এমন কিছু বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার দেখলাম, যা আমরা নির্ধারণ করেছি। সুতরাং, আমরা আপনার উপর নির্ভর করছি।’
প্রধান উপদেষ্টা আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে নেপাল ও ভারতের সঙ্গে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, নেপালের বিশাল জলবিদ্যুৎ রয়েছে, যা অপচয় হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু সমর্থন পেলে নেপাল, বাংলাদেশ এবং ভারত সকলেই এটি থেকে উপকৃত হতে পারে।
প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের তরুণদের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান এবং দক্ষিণ এশীয় ফুটবল দলে বাংলাদেশি মেয়েদের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, 'তারা এসেছে এবং জয় করেছে, শুধু একবার নয়, দু'বার।
বাংলাদেশি নারীদের অনুপ্রাণিত করতে ইউরোপীয় ফুটবল দল পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: স্বল্প সময়ের জন্যও বাংলাদেশে আ. লীগের কোনো স্থান নেই: ফিনান্সিয়াল টাইমসকে ড. ইউনূস
২ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অধ্যাপক ইউনূস তার ঐতিহাসিক ভাষণে আবু সাঈদ ও অন্যান্য শহীদদের আত্মত্যাগের কথা যখন বলছিলেন, তখন আবু সাঈদের পরিবার কান্নায় ভেঙে পড়েন বলে জানান তারা।
শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী অধ্যাপক ইউনূসকে বলেন, ‘বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা আপনি তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পরই রংপুরে আমাদের গ্রামে আমাদের সঙ্গে দেখা করায় আমরা সম্মানিত বোধ করেছি।’
আরও পড়ুন: বাংলাদেশে আরও বিনিয়োগ ও দ. কোরিয়ায় শ্রমিক নিয়োগ করুন: রাষ্ট্রদূতকে অধ্যাপক ইউনূস
আজ মঞ্চে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) প্রধান উপদেষ্টাকে গার্ড স্যালুট দেওয়ার সময় দুই ভাইও মঞ্চে উপস্থিত ছিলেন।
রমজান আলী বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মঞ্চে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদেরকে গার্ড স্যালুট দিয়ে সম্মান জানিয়েছে। এসময় আমাদের কেমন লেগেছে তা আমি বলতে পারব না।’
বৈঠকে তারা আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা।
তারা শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন তৈরির কথাও জানান এবং গ্রামে একটি ‘মডেল মসজিদ’ ও একটি মেডিকেল কলেজ তৈরির আশা প্রকাশ করেন। এই বিষয়ে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তারা।
ছোট ভাই আবু হোসেন বলেন, ‘ফাউন্ডেশনটি দরিদ্র এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের জন্য কাজ করবে।’
অধ্যাপক ইউনূস শহীদ আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: স্বল্প সময়ের জন্যও বাংলাদেশে আ. লীগের কোনো স্থান নেই: ফিনান্সিয়াল টাইমসকে ড. ইউনূস
অধ্যাপক ইউনূস বলেন, ‘শহীদ আবু সাঈদ জাতির জন্য যা করেছেন তা বাংলাদেশ কখনো ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বিরাট ভূমিকা রেখেছিল।’
আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা জানান, তাদের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে।
‘আমি সবসময় তোমার সঙ্গে থাকব। তোমার বাবা-মাকে আমার সালাম জানাবে,’ বলেন তিনি।
গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক একদিন পর গত ৯ আগস্ট রংপুরে আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতও করেন।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনায় ভারতের সর্বোত্তম স্বার্থ
২ সপ্তাহ আগে
গণভবনে দ্রুত জাদুঘর নির্মাণ করতে উপদেষ্টাদের নির্দেশ দিলেন অধ্যাপক ইউনূস
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করতে গণভবনে দ্রুত জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ঢাকা প্রাসাদ পরিদর্শনকালে এ নির্দেশনা দেন। বিগত ১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা এখানেই বসবাস করেছেন। এখন এটি দমন-পীড়ন ও তার বর্বর শাসনের প্রতীক হয়ে উঠেছে।
আরও পড়ুন: সৌদির বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ইউনূসের
ধ্বংসাবশেষ পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘জাদুঘরের তার(হাসিনার) দুঃশাসনের স্মৃতি এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করার সময় জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল সেসকল স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা উচিত।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরপরই গণভবনে লাখো মানুষের ঢল নামে।
বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে ‘খুনি হাসিনার’ (খুনি হাসিনা) মতো প্রতিবাদী বাক্য লিখে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টাকে উদ্বৃত করে উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি বলেছেন শেখ হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধীদলীয় নেতা-কর্মীকে যে আয়নাঘরে আটক করেছিল, তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত।
প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর দর্শনার্থীদের গোপন বন্দীদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেবে।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেছেন তিনি।
ছাত্রনেতা ও উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে শুরু হওয়া হাসিনা সরকারের অপকর্মগুলো জাদুঘরে নিখুঁতভাবে সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, তারা অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দেখছেন যে তারা কীভাবে তাদের বিপ্লব ও বিদ্রোহের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করেছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি আন্তর্জাতিক সম্মেলন চান অধ্যাপক ইউনূস
৩ সপ্তাহ আগে
শান্তিতে নোবেল বিজয়ী নিহন হিদানকিওতে অধ্যাপক ইউনূসের অভিনন্দন
২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়াদের নিয়ে গড়ে তোলা সংগঠন নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক বার্তায় তিনি বলেন, ‘২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি আপনাদের অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’
আরও পড়ুন: রিসেট বাটন চেপে একাত্তরের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি অধ্যাপক ইউনূস
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস আরও বলেন, 'হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা মানুষ যেন কখনো ভুলে যায় তা নিশ্চিত করতে আপনাদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম তা আমাদের নিরাপদ পৃথিবীর জন্য যে চেষ্টা তাকে প্রতিধ্বনিত করে।
বার্তায় ড. ইউনূস আরও বলেন, ‘আপনাদের সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আরও একবার উষ্ণ অভিনন্দন।’
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে নিহন হিদানকিও।
নিহন হিদানকিও সংগঠনটি হিবাকুশা নামেও পরিচিত। ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা বিপর্যয়ের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’- এই প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
শান্তিতে নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে সংগঠনটি পাচ্ছে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও একটি মেডেল, সনদপত্রও দেওয়া হবে।
ডিসেম্বরের ১০ তারিখ আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: স্পেনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চান ড. ইউনূস
১ মাস আগে