প্রতিবন্ধী কিশোর
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মোয়াজ নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল দিকে রেললাইন পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিহত প্রতিবন্ধী কিশোর মোয়াজ ৯০ নম্বর পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।
নিহত প্রতিবন্ধী মোয়াজের চাচা কাউসার জামান জানান, শনিবার সকালে রেললাইন দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
৮ মাস আগে