মোটরসাইকেল মেকানিক
সরাইলে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খা নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়াসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি মোটরসাইকেল মেকানিক।
আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন।
আল আমিন নামে অটোরিকশাচালকের সঙ্গে লাল খাঁর টাকা লেনদেন ছিল। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এরই জেরে জসিমকে সঙ্গে নিয়ে আল আমিন ছুরি দিয়ে লাল খাকে ছুরিকাঘাত করে। এরপর দুজনকে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, জসিম ও আল আমিন নামে দুইজনকেই আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
চট্টগ্রামে হ্যাং আউটে পুলিশের অভিযান, মালিকপুত্রসহ আটক ২
৮ মাস আগে