বাবার দাবি হত্যা
চাঁদপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা
চাঁদপুরের কচুয়ায় জান্নাত আক্তার (৯) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবার দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এর আগে রবিবার রাত ৮টার দিকে পৌরসভার কড়ইয়া গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু জান্নাত আক্তার উপজেলার হোসেনপুর গ্রামের জাফর খন্দকারের মেয়ে।
জান্নাতের বাবা জানান, তার স্ত্রী খালেদা আক্তারের সঙ্গে পারিবারিক মনোমালিন্য থাকায় প্রায় দুই বছর ধরে মেয়েকে নিয়ে কড়ইয়া গ্রামে তার বাপের বাড়িতে বসবাস করছেন।
তিনি দাবি করেন, তার মেয়েকে তার মামার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মূল রহস্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মৃতের বাবা জাফর খন্দকার।
এ ঘটনা নিয়ে কথা বলার জন্য মামাদের কাউকে পাওয়া যায়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৮ মাস আগে