৩ যুবক
পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
মাদক বহনের অভিযোগে পটুয়াখালী থেকে ৩ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক থেকে শনিবার দিবাগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ৭ কার্টন ভারতীয় আতশবাজি জব্দ
গ্রেপ্তাররা হলেন- কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মো. রফিকুল ইসলামের ছেলে বশিরুল ইসলাম (২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৩) ও কাভার্ড ভ্যানচালক বরিশালের কাউয়ানিয়া থানার মো. হারুন মুন্সির ছেলে মো. রুবেল মুন্সি (৩৩)।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালায়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) এর ২৪(গ)(৪১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫০ লাখ বিদেশি সিগারেট জব্দ
মেহেরপুরে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে
সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ৩ যুবককে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ৬১ বস্তা ভারতীয় চিনি ও একটি পিকআপ জব্দ করা হয়।
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টায় সিলেট-জাফলং মহাসড়কের শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রামের দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ ই পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
আটকরা হলেন- শাহপরাণ (রহ.) থানাধীন মৃত জাবেদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া, মৃত ছিদ্দিক আলীর ছেলে সোহেল মিয়া ও জৈন্তাপুরের উমনপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মুসা মিয়া।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহনগরের উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটকদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করা হয়েছে। তাদেরকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
৮ মাস আগে