প্রদর্শনী
'সেন্টার ফর হ্যাপিনেস' শীর্ষক প্রদর্শনী শুরু
সেন্টার ফর হ্যাপিনেস শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে সুপারশপ ইউনিমার্ট এবং শেফস টেবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) থেকে প্রদর্শনী চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
আরও পড়ুন: সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রদর্শনীতে থাকবে লাইভ মিউজিক পারফরমেন্স, ম্যাজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো, আর্ট শো-কেস, প্রসিদ্ধ শিল্পীদের পরিচালিত ওয়ার্কশপ, বাচ্চাদের জন্য সীমাহীন মজাদার কার্যক্রম।
এছাড়াও প্রিমিয়াম ব্র্যান্ডের আউটলেট গুলো থাকবে এই প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য খোলা থাকবে সেন্টার পয়েন্ট।
বৃহস্পতিবার (২৩ মে) প্রতিষ্ঠানগুলোর সর্ববৃহৎ ও ফ্লাগশিপ আউটলেটের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।
এখানে একই ছাদের নিচে পাওয়া যাবে দেশীয় ও বিদেশি নামকরা ব্র্যান্ডের পোশাক এবং প্রসাধনী সামগ্রী। আর সেন্টার পয়েন্টের পঞ্চম তলায় সাজানো হয়েছে সেফ'স টেবিল। যেখানে থাকছে দেশি–বিদেশি বৈচিত্রপূর্ণ মজাদার সব খাবার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকতার মাহমুদ রানা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনদ্দিন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের সিইও মুরতজা জামান, রিয়েল এস্টেট ডিভিশনের সিইও শেখ মোহাম্মদ ফারুক হোসাইনসহ ইউনাইটেড গ্রুপের উর্ধতন কর্মকর্তারা।
আরও পড়ুন: খালগুলোকে সবাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে: ডিএনসিসির বর্জ্য প্রদর্শনীতে মেয়র
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৬ মাস আগে
ঢাকায় ‘নিনইয়ো- আর্ট অ্যান্ড বিউটি অব জাপানিজ ডলস’ প্রদর্শনী ২ ফেব্রুয়ারি
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘নিনইয়ো- আর্ট অ্যান্ড বিউটি অব জাপানিজ ডলস’ শীর্ষক জাপানি পুতুল প্রদর্শনী।
বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় জাপান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠান সোমবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: কাঁসা, পিতল ও তামার তৈজসপত্র ব্যবহার কতটুকু স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান কী বলে?
এই প্রদর্শনীতে থিমগুলো চারটি বিভাগে বিভক্ত-
‘শিশুদের বেড়ে উঠার জন্য প্রার্থনা করবেন নিনইয়ো’, ‘চারুকলা হিসেবে নিনইয়ো’, ‘লোকশিল্প হিসেবে নিনইয়ো’ ও ‘নিনইয়ো সংস্কৃতির বিস্তার’।
জাপানি ভাষায় ‘নিনইয়ো’ মানে পুতুল।
এই প্রদর্শনী জাপানের ইতিহাস ও লোকসংস্কৃতিতে লালিত জাপানি পুতুল ও এর সংস্কৃতি তুলে ধরে। মৌসুমি উৎসবগুলোতে ব্যবহৃত হয় ‘শিশুদের বৃদ্ধির জন্য প্রার্থনারত নিনইয়ো’। এ ছাড়া প্রশংসার জন্য ‘সূক্ষ্ম শিল্প হিসেবে নিনইয়ো’ বিভিন্ন কৌশল, প্রযুক্তি ও শৈলীর মাধ্যমে চিহ্নিত করা হয়। লোক শিল্প হিসেবে নিনইয়ো স্থানীয় বৈচিত্র্য ও সাধারণ সৌন্দর্যের প্রতীক এবং ‘নিনইয়ো সংস্কৃতির বিস্তার’ আজও পুতুলের বৈচিত্র্যকে অব্যাহত রেখেছে তারই প্রতিফলন।
জাপান দূতাবাস আশা করছে, জাপানি পুতুলের সুন্দর উপস্থাপনায় বাংলাদেশের মানুষ মুগ্ধ হবে।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
তীব্র শীতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
১০ মাস আগে
সেমস-গ্লোবাল আয়োজনে করছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস ‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী ও সরঞ্জামকেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী।
আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর তিন দিনব্যাপী আনুষ্ঠিত হবে এই ‘২৮তম বিল্ড বাংলাদেশ ২০২৩’। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘২২তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৩’।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় গুলশানের অল কমিউনিটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশে জ্বালানি সক্ষমতা ও রুপান্তর উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
এছাড়াও, ৭ থেকে ৯ ডিসেম্বর ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়াদি নিয়ে ‘পঞ্চম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৩’- অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে আরও অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশন সংশ্লিষ্ট ‘২৫তম পাওয়ার বাংলাদেশ ২০২৩’, ‘২০তম সোলার বাংলাদেশ ২০২৩’, এবং ‘পঞ্চম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৩’।
আগামী ৭-৯ ডিসেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই ৭টি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলো ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া, প্রদর্শনী চলাকালীন চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ অ্যান্ড এশিয়া প্যাসিফিক’- এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
তিনি গণমাধ্যমকে আসন্ন প্রদর্শনীগুলি আয়োজন সম্পর্কিত নানাবিধ বিষয় তুলে ধরে বলেন, বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীগুলো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী।
একাধারে নির্মাণ শিল্প ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, প্রদর্শনীগুলো একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে আরর উপস্থিত ছিলেন- সেমস-গ্লোবাল এর সিইও এস. এস. সারওয়ার, সেমস-বাংলাদেশের চিফ কনসালট্যান্ট জাবেদ আহমেদ এবং সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
বহুমাত্রিক প্রদর্শনীগুলো সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বি-টু-বি সংযোগ বৃদ্ধির সম্ভাবনাকে তরান্বিত করছে।
যা ক্রেতা ও সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্র হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করবে।
প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সেমস-গ্লোবাল ইউএসএ নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল ৩০ বছরেরও বেশি সময় ধরে চারটি মহাদেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে।
চারটি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় ও উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শুরু
বিমানের স্টাফ বাসে আগুন: আহত কর্মীদের আর্থিক সহযোগিতা
১ বছর আগে
ঢাকায় সপ্তাহব্যাপী চায়না চিত্র ও ফটো প্রদর্শনী শুরু
চাইনিজ রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের (বিআরআই) দশম বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী চিত্র ও ফটো প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ঢাকার চীনের দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশ-চীনের বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (চাবি) চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন এবং সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই ও অ্যাবকার সাধারণ সম্পাদক ড. মো. সাহাবুল হক।
চীনের রাষ্ট্রদূত বলেন, বিআরআই প্রকল্পের মধ্যেদিয়ে বাংলাদেশ ও চীনের জনগণের মাঝে ব্যক্তিগত যোগাযোগ আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান
১ বছর আগে
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ নামে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী।
এতে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ১৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে মেলবোর্নে দ্বিতীয় ফ্লাইট নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া
রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে ১৫টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান।
এছাড়া তৈরি পোশাক ও গৃহসজ্জাসহ চারটি অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
মেলবোর্নে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর তাহলীল দেলাওয়ার মুন ও কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা।
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুইবার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
আরও পড়ুন: মেলবোর্নে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের পতাকার রঙে সাজল ক্যানবেরা
১ বছর আগে
বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব; একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
শুক্রবার (২০ অক্টোবর) বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- বগুড়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণিপেশার মানুষ।
প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমে বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’
মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’
শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
১ বছর আগে
তুর্কি দূতাবাস-গ্যালারি কসমস আয়োজিত 'স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’
বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে 'স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন'-শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে গ্যালারি কসমস ও ঢাকায় অবস্থিত তুর্কি দূতাবাস।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলে তুর্কি দূতাবাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আটজন বাংলাদেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সেখানে আটজন শিল্পীর প্রত্যেকের বিভিন্ন মাধ্যমে তৈরি তিনটি অনন্য কাজ প্রদর্শন করা হয়েছে। শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, অনুকূল মজুমদার, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন ও সৌরভ চৌধুরী।
প্রদর্শনীতে এই শিল্পীদের মোট ২৪টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।
দিনব্যাপী এই প্রদর্শনীতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশ-বিদেশের শিল্প অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কসমস ফাউন্ডেশনের পরিচালক দিলশাদ রহমান।
এই উদ্যোগের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিল্প প্রদর্শনীতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। এই প্রদর্শনীর আয়োজন করা আমাদের জন্য আনন্দের। কসমস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদ খান এবং কসমস ফাউন্ডেশনের ডিরেক্টর মিসেস দিলশাদ রহমানকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার প্রস্তাবের জন্য।’
আরও পড়ুন: গ্যালারি কসমসে শুরু হলো আর্টক্যাম্প ‘স্প্লেন্ডার্স অব বাংলাদেশ’
১ বছর আগে
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ দুই দিনব্যাপী রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো।
ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজের কালচারাল প্রোগামের হেড প্রশান্ত কুমার বর্মণের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকার রাশিয়ান হাউস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘চট্টগ্রাম বন্দরে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে রাশিয়ার অবদান’ শীর্ষক দুই দিনব্যাপী এর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ মানতিতস্কি।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ঢাকায় রাশিয়ান হাউস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশের সার্বিক পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা স্মরণ করে বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘ ও পুরানো। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষ একে অপরকে জানতে পারে। সেই ধারা অব্যাহত রাখতেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন।
দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাশিয়া সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ তার বক্তৃতায় পুরো অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন এবং উল্লেখ করেন, আলোকচিত্র প্রদর্শনীতে ঢাকায় রাশিয়ান হাউসের সংরক্ষিত মোট ৫০টি দুর্লভ ঐতিহাসিক ছবি রয়েছে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রমাণ।
চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রামাণ্যচিত্র সম্পর্কে তিনি বলেন, এসব চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা রাশিয়ার কিছু অঞ্চলের জীবনধারা, সংস্কৃতি এবং সমসাময়িক বৈজ্ঞানিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন এবং সেই সঙ্গে রাশিয়ায় উচ্চশিক্ষা ও শিক্ষার সুযোগ সম্পর্কে জানতে পারবেন।
উৎসব চলাকালীন প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে গ্রিগরি চুখরে পরিচালিত ক্লাসিক ১৯৫৯ সালের ফিচার ফিল্ম সোভিয়েত ফিল্ম ‘ব্যালাড অফ এ সোলজার’; রাশিয়ান লেখক মিখাইল বুগাকভের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে ভ্লাদিমির বোর্টকো পরিচালিত বিজ্ঞান-কল্পকাহিনী মুভি ‘হার্ট অফ এ ডগ’ এবং বোরিস দুরভ পরিচালিত অ্যাকশন মুভি ‘পাইরেটস অফ দ্য ХХ সেঞ্চুরি’।
তিনি ঢাকায় রাশিয়ান হাউস কর্তৃক আয়োজিত রাশিয়ায় উচ্চশিক্ষা বৃত্তির সুযোগ বিষয়ক নিয়মিত সেমিনারেও আমন্ত্রণ জানান। পরবর্তী সেমিনারটি ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউসে ৯ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
পাশাপাশি আগামী বছরের মার্চের শুরুতে সোচিতে অনুষ্ঠিতব্য বিশ্ব যুব উৎসব-২০২৪ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশি বন্ধুদের নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানান। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজারেরও বেশি রাশিয়ান এবং বিদেশি তরুণ নেতারা ব্যবসা, মিডিয়া, শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও সামাজিক জীবনের অন্যান্য ক্ষেত্রের পেশাদাররা এই উৎসবে জড়ো হবেন।
আরও পড়ুন: গ্যালারি কসমসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত
১ বছর আগে
‘রানা প্লাজা ট্র্যাজেডি’ নিয়ে দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী
রাজধানীর দৃক গ্যালারিতে চলছে ‘রানা প্লাজার দশ বছর পর’ শীর্ষক ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
রানা প্লাজা ভবন ধসে যারা বেঁচে গেছেন এবং তাদের পরিবারের ছবি নিয়ে ২১ জুলাই এই প্রদর্শনী শুরু হয় চলবে ২৯ জুলাই পর্যন্ত।
ফটোসাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা ইসমাইল ফেরদৌস মর্মান্তিক ঘটনার স্মরণে অনুষ্ঠানটির আয়োজন করেন।
একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক মহিলা গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন হেরিটেজ ফান্ড এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি সহযোগিতায় প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা শুরু
ছবি, ভিডিও, আখ্যান এবং পোস্টারের মাধ্যমে প্রদর্শনীটি রানা প্লাজা দুর্ঘটনার স্মৃতি মানুষের স্মরণে রেখে বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের শ্রম অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করতে চায়।
ইসমাইল তার ‘আফটার রানা প্লাজা’ শিরোনামের ছবিতে এবং ‘দ্য কস্ট অফ ফ্যাশন’ ডকুমেন্টারি ফিল্মটিতে বেঁচে থাকা এবং নিহতদের পরিবারের অকথিত গল্পগুলো ধারণ করেছেন।
প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রা!
১ বছর আগে
হাজার বছরের পুরনো দুর্লভ সামগ্রীর প্রদর্শনী
প্রাচীন মুদ্রা ও যুদ্ধাস্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ব্যবহৃত বিষমিশ্রিত বেয়নেট, মোগল সাম্রাজ্যে ব্যবহৃত ঢাল ও আঙুলের বর্ম, সপ্তদশ শতাব্দীতে রৌপ্য ও তামার সংমিশ্রণে হাতে তৈরি প্লেট, সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর সাবমেরিনে ব্যবহৃত চাবি দেয়া ঘড়ি, প্রাচীন পেপার, পত্রিকাসহ শত শত প্রাচীন দুর্লভ সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। যা দেখে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার এনজিও ফোরাম মিলনায়তনে খুলনা কালেক্টরস সোসাইটি তিনদিন এই প্রদর্শনীর আয়োজন করে।
শৌখিন সংগ্রাহকদের সামগ্রীর এই প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
আরও পড়ুন: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় চিংড়ির চাহিদায় রদবদল, জনপ্রিয় হচ্ছে ভেনামি চিংড়ি
১ বছর আগে