বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি
ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির খাদ্যসামগ্রী বিতরণ
ভারত ও বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও জোরদার করতে ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
শুক্রবার (৫ এপ্রিল) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা মনি, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: ঈদে ১৫০-১৬০ কোটি টাকার জামদানি বিক্রির আশা রূপগঞ্জের তাঁতী-ব্যবসায়ীদের
খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৈত্রী সমিতির নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী।
সার্বিক সহযোগিতায় ছিলেন গণমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতারা।
আরও পড়ুন: ঈদে ঘরে ফিরতে অনলাইনে প্লেন, বাস ও ট্রেনের টিকেট কাটার উপায়
৮ মাস আগে