ক্ষিণ সুরমার বাইশা নদী
সিলেটে নদী থেকে লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমার বাইশা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরের বনপাড়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, দুপুর দুইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
তিনি আরও জনান, মরদেহ উদ্ধারের সময় দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার
খুলনায় পাঠাগারের গোডাউন থেকে কর্মচারীর লাশ উদ্ধার
৮ মাস আগে