পরিচ্ছন্নতাকর্মীর
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শরীফ নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে মাছচাষির মৃত্যু
নিহত শরীফের (২৬) বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শী জানায়, শরীফ ডেমরা এলাকায় সাত তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার রাত পৌনে ৯টার দিকে নওয়াজ শরিফকে মৃত ঘোষণা করা হয়।
শরীফের ভাই মো. সুজন মিয়া তাদের পরিবারের আকস্মিক ও মর্মান্তিক ক্ষতির কথা তুলে ধরে ঘটনার মর্মান্তিক ঘটনা তুলে ধরেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শরীফের লাশ ময়নাতদন্তের অপেক্ষায় জরুরি বিভাগে রাখা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
কালবৈশাখীতে বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৮
৮ মাস আগে