৬৯ লাখ ৩০ হাজার টাকা
সিলেটে পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৬
সিলেট পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি চোরাচালানকালে জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরসঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার এবং ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।েএ ঘটনায় গ্রেপ্তার দুইজন হলেন- মো. মশিয়ার ঢালী ও মো.আব্দুল আলীম।
দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন প্যারাইরচক পয়েন্ট থেকে চোরাচালানকালে ৪৫ লাখ ৩০ হাজার টাকার চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, আবু বক্কর, মো. শরীফ আহমদ, মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া ও মো. ইমামুল ইসলাম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৭ মাস আগে