কেনা-বেচার অভিযোগে
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
মাদক কেনা-বেচার অভিযোগে নওগাঁর পত্নীতলা থেকে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এসময় তাদের কাছ খেকে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
আটকরা হলেন- ঘোষনগর এলাকার মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম।
পলাতকরা হলেন- মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতেন।
এরপর সুযোগ বুঝে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন এবং মাদক বিক্রিতে বিশেষভাবে সহযোগিতা করতেন বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করে। এরপর তাদের দুইজনের বসত বাড়ি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
৭ মাস আগে