খেলা
কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে খুনের অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সঙ্গে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারেন। সানাউল্লাহ বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথা-বার্তার এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাতে খুন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখানো কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: জাহাজে ৭ খুনের মামলায় ৭ দিনের রিমান্ডে ইরফান
১১১ দিন আগে
বুধবার থেকে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল
বুধবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ চূড়ান্ত পর্বের খেলা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ময়নমনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় ফুটবলার নিহত
অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন পটুয়াখালির বাউফল উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এবারের প্রতিটি টুর্নামেন্টে ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। উভয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২২ হাজার, ২৬ জন।
ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে এখানে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে উভয় টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন স্কুলসমূহ চূড়ান্তপর্বের খেলায় অংশ নিচ্ছে।
বিশেষ অতিথি থাকবেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং সভাপতিত্ব করবেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
আরও পড়ুন: ফিফা নারী আন্তর্জাতিক ফুটবল: সিঙ্গাপুরকে ৮-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ী বাংলাদেশ
স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু রবিবার
৪১৫ দিন আগে
বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ -এর ষষ্ঠ ম্যাচে শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার চার উইকেটের সুবাদে অবশেষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে সিলেট ১৫ রানের জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। ম্যাচের শুরুতে শামসুর রহমান ও নাজমুল হোসেন শান্তর দ্রুত আউটের বিপর্যয় সত্ত্বেও সিলেট স্ট্রাইকার্স তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে।
অধিনায়ক মিঠুন ৫৯ রানের বড় স্কোর নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সামিত প্যাটেল, বেনি হাওয়েল এবং আরিফুল হকের মূল্যবান সমর্থন পেয়েছিলেন এবং মাত্র ৯ বলে ২১ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
ঢাকার হয়ে শরিফুল ইসলাম ৪টি ও আরাফাত সানি ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
জবাবে ঢাকাকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সাইফ আইয়ুব ও সাইফ হাসানের প্রতিরোধ সত্ত্বেও রিচার্ড এনগারাভার ব্যতিক্রমী বোলিং ঢাকার ব্যাটিং লাইনআপকে নাড়া দেয়। ৩০ রানে এনগারাভার চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে।
জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য নিয়ে নেমে দুরদান্ত ঢাকা ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করতে সমর্থ হয়। তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের শেষ দিকে আক্রমণ কিছুটা আনন্দদায়ক হলেও ঢাকার পক্ষে জোয়ার ঘুরিয়ে দিতে ব্যর্থ হন।
সিলেট মৌসুমের ষষ্ঠ ম্যাচে নিজেদের প্রথম জয় উদযাপন করলেও পাঁচ ম্যাচে চতুর্থ হারের মুখোমুখি হয় ঢাকা।
আরও পড়ুন: ‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
৪৩৯ দিন আগে
বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে: শিমুল
সেলিব্রেটি ক্রিকেট লিগে অপ্রীতিকর ঘটনা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন অনেক তারকা। দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে এই আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে মারামারির ঘটনা ঘটে।
এমনকি কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
এখানে তারকাদের চেয়ে বাইরের খেলোয়ার বেশি রয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা মনির খান শিমুল।
গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এই সেলিব্রেটি ক্রিকেট লিগ আর সেলিব্রেটিদের নাই। এত তারকা আসলে কোথায়। ৩-৪টা দল হলে হয়তো হতো। বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে।’
শিমুল আরও বলেন, ‘আমি এই পরিস্থিতির কারণে আইনের ব্যবস্থা নেব। এখানে হত্যাচেষ্টা হয়েছে।’
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়।
দল দুটির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
৫৬৫ দিন আগে
গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২১
গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।
স্থানীয়রা জানান, রবিবার গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে আছেন। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনার ঘটতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
তিনি আরও বলেন, সংঘর্ষে ও ইটপাটলের আঘাতে ২১ জন আহত হয়। তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন ও স্বজনদের সংঘর্ষে আহত ১০
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩
৫৮৪ দিন আগে
কুষ্টিয়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমসাদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) ও উচ্চ মাধ্যমিকের ছাত্র শাকিল আহমেদ (১৮) মিরপুর উপজেলার নওদাপাড়া ও মহদীপুর গ্রামের বাসিন্দা।
আহত নাঈম হোসেন দৌলতপুর উপজেলার গাছের দাউড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে আলমাসাদরুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় স্থানীয় কয়েকজন যুবকের ওপর বজ্রপাত হয়। এতে তিনজন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, স্থানীয়রা তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছালে তরিকুলকে মৃত ঘোষণা করা হয়।
শাকিল ও নাঈমকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে শাকিল আহম্মেদের মৃত্যু হয়। আর আহত নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
৬৬৪ দিন আগে
'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
সামান্য আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা সম্পন্ন একটি দেশ সৌদি আরব। তবুও আগামী বছরগুলোতে নিজস্ব টি-টোয়েন্টি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কর্মকর্তারা বলেছেন যে এই ইভেন্টটি হবে বিশ্বের ‘সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ’, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিদ্বন্দ্বী, যা বর্তমানে সবচেয়ে ধনী হিসাবে বিবেচিত হয়।
এছাড়া, ক্রিকেটিং ক্যালেন্ডারে আরেকটি হাই-স্টেক লিগ যোগ করা খেলোয়াড়দের জন্য আরও ব্যস্ত সময়সূচির দিকে নিয়ে যেতে পারে। যাদেরকে তাদের দেশ থেকে অনাপত্তি প্রশংসাপত্রের (এনওসি) জন্য কঠোর লড়াই করতে হতে পারে।
সৌদি আরবের সামনে একটি চ্যালেঞ্জ হলো লিগ ধরে রাখার জন্য একটি উপযুক্ত উইন্ডো খুঁজে পাওয়া। আইপিএল মার্চ এবং এপ্রিল দখল করে, যখন অন্যান্য টি-টোয়েন্টি ইভেন্টের সময়সূচি অক্টোবর-নভেম্বরে একটি সম্ভাব্য উইন্ডো ছেড়ে দেয়।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
সৌদি আরবের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ লিগের পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, তারা ক্রিকেটের ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হতে চান।
আরব নিউজের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, যুবরাজ সৌদ বলেছেন যে তারা তাদের দেশে এবং এর বাইরেও ক্রিকেটের সম্ভাবনা অন্বেষণ করছেন। ‘আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে আমরা যা কিছু করি তা খেলাটিকে উন্নত করতে, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং আমাদের চারপাশের বিশ্বে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সহায়তা করে।’
গার্ডিয়ানের মতে, সৌদি আরবের ক্রিকেট কর্তৃপক্ষ আইপিএল দলের মালিকদের সঙ্গে একটি সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেছে। তবে এর চেয়ে বেশিকিছু জানানো হয়নি।
এমন খবর পাওয়া গেছে যে সৌদি আরব ভারতীয় খেলোয়াড়দের আসন্ন লীগে যোগ দিতে চায়, কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বলেছে যে তারা তার খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণের অনুমতি দিতে আগ্রহী নয়।
আরও পড়ুন: আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক ও সাকিবের
৭৩২ দিন আগে
বিপিএল ফুটবল: ৪-১ গোলে ফোর্টিসকে হারিয়ে জয়ের পথে ফিরল বসুন্ধরা কিংস
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং পতনমুখী লীগ নেতা বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩ এ জয়ের পথে ফিরেছে।
শনিবার বিকালে ফোর্টিস এফসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে জয়ের পথে উঠে আসে দলটি।
আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজমপুর এফসি উত্তরার বিপক্ষে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে আধিপত্য বিস্তার করে কিংস।
৩৩তম এবং ৪৫+২ মিনিটে (২-০) ব্রাজিলিয়ান খেলোয়ার রবসন রবিনহো কিংসের হয়ে দুবার আঘাত করেছিলেন। ৬০ ও ৭৯ মিনিটে (৪-০) আরও দু’টি গোল করেন আরেক ব্রাজিলিয়ান খেলোয়ার ডরিয়েল্টন গোমেস।
আরও পড়ুন: বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার
৯৩তম মিনিটে ফোর্টিসের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জুফ একটি গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন(৪-১)।
১২ ম্যাচে ৩৪ পয়েন্টের অপরাজিত রেকর্ড নিয়ে বসুন্ধরা টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ফোর্টিস অনেকগুলো ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ও বাংলাদেশ পুলিশের মধ্যকার আজকের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১০ মিনিটে পুলিশকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড আরাঙ্গো (১-০)। ৫৬ মিনিটেমোহামেডানের হয়ে স্থানীয় মিডফিল্ডার ইমন (১-১) সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধা এসকেসিকে ৬-১ গোলে হারিয়েছে মোহামেডান এসসি
৭৩২ দিন আগে
নড়াইলে সাপের ঝাপাং খেলা
নড়াইলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাপের ঝাপাং খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা শিল্পকলা একাডেমিরর আয়োজিত যন্ত্রসংগীত উৎসব-২০২৩ এর প্রথম পর্বে শিল্পকলা অডিটোরিয়ামে এ খেলা দেখানো হয়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
চুয়াডাঙ্গা জেলার সাপুড়িয়া খোকন মোল্যা সাতটি বিষধর গোখরা সাপের খেলা দেখান।
খেলা দেখতে অডিটোরিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের চৌধুরী, জেলা কালরাচাল অফিসার মো. হামিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মো. হানিফ, মুন্সী আসাদুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
৭৫৬ দিন আগে
শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে শেখ রাসেল চেস একাডেমি আয়োজিত প্রথম শেখ রাসেল যুব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩ শুরু হতে যাচ্ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে এই বুদ্ধির খেলার আসরটি।
ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশন হল রুমে দিনব্যাপী এই প্রতিযোগিতায় শুধুমাত্র ২০ বছরের কম বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন।
একই দিন বিকালে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ।
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা ফেডারেশন (এফআইডিই) জোন ৩.২ -এর সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রতিযোগিতাটি সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ২০ হাজার টাকা নগদ প্রাইজমানি পাবেন।
আরও পড়ুন:ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়
৮৩২ দিন আগে