বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে শেখ রাসেল চেস একাডেমি আয়োজিত প্রথম শেখ রাসেল যুব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩ শুরু হতে যাচ্ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে এই বুদ্ধির খেলার আসরটি।
ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশন হল রুমে দিনব্যাপী এই প্রতিযোগিতায় শুধুমাত্র ২০ বছরের কম বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন।
একই দিন বিকালে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ।
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা ফেডারেশন (এফআইডিই) জোন ৩.২ -এর সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রতিযোগিতাটি সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ২০ হাজার টাকা নগদ প্রাইজমানি পাবেন।
আরও পড়ুন:ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়