দুর্গাসাগর
বরিশালে দুর্গাসাগরে নেমে কলেজছাত্রের মৃত্যু
বরিশালের বাবুগঞ্জে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে পানিতে ডুবে মনদ্বীপ মন্ডল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপাশা দুর্গাসাগরের হাজার হাজার পুণ্যার্থীর স্নান চলাকালে এই ঘটনা ঘটে।
মনদ্বীপ বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির সাগর মন্ডলের ছেলে। তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, পানিতে ডুবার আধাঘণ্টা পর মনদ্বীপের নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক মনদ্বীপকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মনদ্বীপ সাঁতার জানতেন না। পরিবারের সদস্যদের সঙ্গে স্নানে নেমে নিখোঁজ হন তিনি।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থাতেই তার লাশ ভেসে ওঠে।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
৭ মাস আগে