মহানগরীর জিরো পয়েন্ট এলাকা
খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে মাসুম বিল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মাসুম বিল্লা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকা থেকে সাতক্ষীরা দিকে মাসুম বিল্লা যাচ্ছিলেন।
এসময় বাসটি আটক করে তল্লাশি করা হলে মাসুমের জুতার নিচে কৌশলে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার
যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
৮ মাস আগে