কাউছার মণ্ডল
জয়পুরহাটে পৃথক ঘটনায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কাউছার মণ্ডল ও মাহবুব হোসেন।
উপজেলার কুসুম্বা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কাউছার মণ্ডল নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনের নাগরিক নিহত
শনিবার (২০ এপ্রিল) ভোরে ইউনিয়নের রহমতপুর গ্রামের নয়া পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহত কাউছার মণ্ডল ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পুকুরের পানি সেচে মাছ ধরা জন্য পুকুরে বৈদ্যুতিক মোটর স্থাপন করেন কাউছার।
কিন্তু মোটরের সুইচ দিলেও পানি উঠছিল না। বৈদ্যুতিক তার পরীক্ষা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে, একই উপজেলায় মেসি ট্রাক্টর (মালবাহী মিনি ট্রাক্টর) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুধ ব্যবসায়ী মাহবুব হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহাবুব মোটরসাইকেলযোগে বিভিন্ন গ্রাম থেকে দুধ সংগ্রহ করেন।
প্রতিদিনের মতো শনিবারও মোটরসাইকেলে করে পাঁচবিবি বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। দানেজপুর এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে দ্রুত গতিতে আসা মেসি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহবুব।
ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
চট্টগ্রামে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪
৮ মাস আগে