চালক ও সহকারী
ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত
দিনাজপুরে ঘোড়াঘাটে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক গোলাম রব্বানী ও সহকারী মোহাম্মদ রেজওয়ান নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সকালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
চালক গোলাম রব্বানী জয়পুরহাট সদরের মীরগ্রাম চৌমুহনীর মো. মনতাজের ছেলে এবং হেলপার মোহাম্মদ রেজওয়ান একই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।
এদিকে আহতাবস্থায় পালিয়েছে বিপরীতমুখী ট্রাকের চালক।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঠাকুরগাঁও থেকে ভুট্টা বহনকারী একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে গোবিন্দগঞ্জ হয়ে বিপরীতমুখী আরেকটি ট্রাক দিনাজপুরের জেলা শহরের দিকে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাইপাশ টিএনটি মোড় এলাকায় ওই দুইটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঠাকুরগাঁও থেকে জয়পুরহাটগামী ভুট্টাবাহী ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে বিপরীতমুখী দিনাজপুরগামী ট্রাকের চালক এবং হেলপার সামান্য আহত অবস্থায় ট্রাক ফেলে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩
৭ মাস আগে