শায়েস্তাগঞ্জ উপজেলা
হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকার খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
জুনাইদ মিয়া (৮) উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার সন্তান।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
উল্লেখ্য, মায়ের সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে মোশাহিদ মিয়া ও জুনাইদ মিয়া বেড়াতে আসে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের খালাতো ভাই বাড়িতে এসে ডুবে যাওয়ার খবর দেয়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে মোশাহিদ মিয়ার লাশ উদ্ধার করে। অপর শিশু জুনাইদ মিয়ার খোঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ মাস আগে