যশোর-মাগুরা মহাসড়ক
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন আরও ২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ মে) সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাসু কর্মকার (৪৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহত ও আহতরা সবাই বাসযাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা বাসটি মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চার কলেজছাত্রসহ কমবেশি বাসের ২০ জন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে বাসু কর্মকার নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত, আহত ৪৫৪: আরএসএফ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু
১ বছর আগে
যশোর-মাগুরা মহাসড়ক দখল করে সবজির হাট!
যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাটের সবজির হাট বছরের ১২ মাসই থাকে জমজমাট। ভোর সাড়ে ৫টা থেকে আশ-পাশের গ্রামের কৃষকরা তাদের পরিশ্রমের ফসল টাটকা সবজি ভ্যানগাড়ি বা মাথায় করে নিয়ে ছুটে আসেন এখানে।
৪ বছর আগে