মাহিন্দ্র
ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও মাহিন্দ্রের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে গোয়ারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মনির হোসেন।
আহত অটোরিকশার চালক শাহজাহানকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় রান্না করতে গিয়ে আগুনে প্রাণ গেল গৃহবধূর
স্থানীয়রা জানান, গফরগাঁও থেকে ভালুকাগামী একটি আটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মাহিন্দ্রের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। চালক আহত হন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু বলেন, ‘মাহিন্দ্রার সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।’
৪৫ দিন আগে
ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৫ জন আহত হন।
এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
১৪৬ দিন আগে
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
মাদারীপুরে মালটানা মাহিন্দ্র গাড়ি উল্টে এনামুল হোসেন ও আরিফ শিকদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে চালক এনামুল হোসেন এবং মাদারীপুর সদররের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে ও চালকের সহযোগী আরিফ শিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে গাড়ি বের করে সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহযোগী আরিফের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় দুই পথচারীও আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্রা উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওয়ানা হলে এই দুর্ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সিএনজি অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ইউসুফের পরিবার শোকাহত
৩৩৬ দিন আগে