ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও মাহিন্দ্রের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে গোয়ারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মনির হোসেন।
আহত অটোরিকশার চালক শাহজাহানকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় রান্না করতে গিয়ে আগুনে প্রাণ গেল গৃহবধূর
স্থানীয়রা জানান, গফরগাঁও থেকে ভালুকাগামী একটি আটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মাহিন্দ্রের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। চালক আহত হন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু বলেন, ‘মাহিন্দ্রার সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।’