মেহজাবীন চৌধুরীর সিনেমা 'প্রিয় মালতী'
'প্রিয় মালতী' হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা
বর্তমান সময়ের বহুরূপী অভিনয় শিল্পীদের মাঝে স্বনামধন্য একটি নাম মেহজাবিন চৌধুরী। দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবনে বহুমুখী প্রতিভার কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই তরুণ অভিনেত্রী। মডেলিং, বিজ্ঞাপন ও নাট্যাঙ্গনে সমানভাবে নিজের কাজের দক্ষতার সাক্ষর রাখায় ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। মেহুর অনবদ্য অভিনয় দেখা গেছে শর্ট ফিল্ম এবং ওটিটি (ওভার-দ্যা-টপ) কন্টেন্ট ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও। স্বতন্ত্র অভিনয় নৈপুণ্য নিয়ে এবার তিনি পদার্পণ করতে চলেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে; সিনেমার নাম ‘প্রিয় মালতী’। চলুন, আসন্ন সেই সিনেমাটির ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের নির্মাণ
পরিচালনায় ও গল্প লেখনীতে রয়েছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। নির্দেশনা অনেক আগে শুরু করলেও আলোচনায় এসেছেন মূলত ‘বলি’ (২০২১) এবং ‘গুটি’ (২০২৩) ওয়েব সিরিজ দু’টির মাধ্যমে।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি’র ব্যানারে। নির্মাতা প্রতিষ্ঠান ওটিটি হলেও সিনেমাটি বানানো হয়েছে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে।
‘প্রিয় মালতী’র গল্পের প্রেক্ষাপট
চলচ্চিত্রে গল্প নিয়ে এখন পর্যন্ত নির্মাতা বা অভিনয় শিল্পীদের কেউই স্পষ্ট করে তেমন কিছু বলেননি। যতটুকু প্রকাশ করেছেন তা হচ্ছে, এটি মূলত একটি নারীকেন্দ্রিক মুভি। নানা চড়াই-উৎড়াইয়ের মাঝে নারীদের জীবন-সংগ্রামকে গভীরভাবে তুলে ধরা হয়েছে সিনেমাতে। নাম ভূমিকায় মেহু থাকলেও এখানে গল্পটা নিজেই সিনেমার প্রধান চরিত্র।
গত ১৯ এপ্রিল প্রকাশিত টিজারে দেখা যায়, হাসি, কান্না, আতঙ্ক, হতাশা এবং ভয়; বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিফলিত হয়েছে এক নারীর দৈনন্দিন জীবন। মালতীকে ঘিরে আবর্তিত ঘটনার আবহে উন্মুক্ত হয়েছে নাটকীয়তা, থ্রিলার ও অপরাধ ঘরানার অনিন্দ্য সংমিশ্রণ।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন ‘নিজ নামেই’ পরিচিত হতে চান
প্রথম ছবিতে মেহজাবীনের সহশিল্পীরা
আসন্ন চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিগত বছরগুলোর মতো এবারে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছোট পর্দায় তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে-
২০১৮-এর 'বড় ছেলে', ২০১৯-এর 'বুকের বাঁ পাশে', ২০২১-এর 'শেষটা সুন্দর', এবং 'এই শহরে'।
দক্ষ এই শিল্পীর ভিন্ন ধারার কাজগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘চিরকাল আজ’ (২০২২), এবং ধারাবাহিক টিভি চলচ্চিত্র ‘পুনর্জন্ম’ (২০২১-২০২৩)।
‘প্রিয় মালতী’ সিনেমাতে বিপরীতে কোন নায়ক ছাড়াই মুখ্য চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। এখানে মেহজাবীনের সহশিল্পীরা হলেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, এবং রিজভী রিজু।
মেহজাবীনের বড় পর্দায় অভিষেক
২০০৯ সালে রিয়েলিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ের মুকুট অর্জন। তারপর থেকেই শুরু মিডিয়া জগতে মেহজাবীন চৌধুরীর পথ চলা। ২০১০-এর ২১ ফেব্রুয়ারি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকে প্রথম অভিনয় করেন মেহজাবীন। তারপর থেকে ধীরে ধীরে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করেন।
আরও পড়ুন: সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
বড় পর্দায়ও তার অভিষেক হওয়ার কথা ছিল সেই সময়েই; অর্থাৎ আজ থেকে প্রায় দেড় দশক আগে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘ওয়ারিশ’ শিরোনামের চলচ্চিত্রটির শুভ মহরতও হয়েছিল। ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে ছবিটি আর নির্মাণ মঞ্চ পর্যন্ত যেতে পারেনি।
২০২২ সালে ওটিটিতে যাত্রা শুরু করেন চরকি’র ‘রেডরাম’ ওয়েব চলচ্চিত্র দিয়ে। ভিকি জাহেদ পরিচালিত রহস্য-থ্রিলারটিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
৭ মাস আগে