দেশে ফিরেছেন
লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি
লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফেরেন তারা।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
এছাড়াও বিমানবন্দরে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইওএমের পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে ৫ হাজার টাকা, কিছু খাদ্য ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আগামী ২৩ অক্টোবর আরও ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানা গেছে।
এর আগে লেবানন থেকে দেশে ফিরে আসার ইচ্ছা জানিয়ে ১ হাজার ৮০০ জন বাংলাদেশি বৈরুতে বাংলাদেশের দূতাবাসে রেজিস্ট্রেশন করেন।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নির্দেশনা দেন।
লেবানন থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আইওএম একসঙ্গে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে হাতির সুরক্ষায় বিশেষজ্ঞ কমিটি গঠন
১ মাস আগে
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইউনূস
বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূস ও তার প্রতিনিধি দল কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে শনিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ইউএনবিকে জানান, নিউইয়র্কে চার দিন অবস্থানকালে অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৪০টিরও বেশি বড় ইভেন্টে অংশ নিয়েছেন।
আলম বলেন, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৬টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্তত ১২ জন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সবার জন্য স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 'নতুন বাংলাদেশ' সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে দেওয়া ইউনূসের ভাষণে এই আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: রবিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের
বাংলায় দেওয়া ভাষণে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশের তরুণরা দেখিয়েছে যে, ভেদাভেদ ও মর্যাদা নির্বিশেষে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা শুধু উচ্চাকাঙ্ক্ষী হতে পারে না। 'এটা সবার প্রাপ্য।'
অধ্যাপক ইউনূস গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা গভীর করার জন্য বিশ্বের সকল দেশকে আমন্ত্রণ জানান।
'এটি একটি যুগান্তকারী বক্তব্য' উল্লেখ করে প্রেস সচিব বলেন, ভাষণে বাংলাদেশের সমস্যা ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ও উঠে এসেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ইউনূস।
আরও পড়ুন: তরুণ নাগরিকদের পেছনে বিনিয়োগ করতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান
১ মাস আগে
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন ইসলামে' যোগদান এবং ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ৫৪ মিনিটে ফ্লাইটটি বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
৫ নভেম্বর ৩ দিনের সফরে সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। ওই দিন তিনি মদিনায় মসজিদে নববীতে আছর নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
এরপর তিনি মক্কার উদ্দেশে রওনা হন এবং একই দিনে এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।
৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেন এবং ভাষণ দেন।
সম্মেলনের সাইডলাইনে তিনি ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন।
ওআইসি’র সাধারণ সচিবালয়ের সহযোগিতায় সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।
আরও পড়ুন: মক্কায় ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
ইসলামে নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে মদিনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
লিবিয়ায় আটকে পড়া ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন
লিবিয়ায় আটকে পড়া ১১৪ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের সহায়তায় তারা দেশে ফিরেছেন বলে জানা গেছে।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (মিডিয়া) জিয়া বলেন, সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশি যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আইসিটি খাতে বাংলাদেশিদের চাকরির সুযোগ
এ সময় প্রত্যেক প্রত্যাবর্তনকারীদের আইওএমের পক্ষে থেকে খাদ্য ও নগদ চার হাজার ৭৫০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
লিবিয়া থেকে ফেরত আসা এসব বাংলাদেশি গত বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ‘ভিজিট ভিসায়’দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে তারা দালালের মাধ্যমে লিবিয়ায় যায় এবং দালালরা তাদের ত্রিপোলির গেম ঘরে রাখে। দালালরা প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা করে নেয়।
আরও পড়ুন: ভিসা ছাড়া পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেন প্রবাসী বাংলাদেশিরা
পরে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিভিন্ন সময় আটক করে। তাদের কেউ কেউ সেখানে ৬-৯ মাস জেল খাটেন। এরপর জাতিসংঘের অভিবাসন সংস্থা তাদের আউটপাস দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।
২ বছর আগে
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ উরুগুয়ে, ব্রাজিল ও লন্ডনে তার ১১ দিনের সরকারি সফর শেষ করে শনিবার বিকালে দেশে ফিরেছেন।
৪ বছর আগে
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের দ্বিপক্ষীয় ইতালি সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন।
৪ বছর আগে