রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ ইউএনবিকে জানিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব এবং সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্টিভিডিওতে ১ মার্চ উরুগুয়ের নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ২৬ ফেব্রুয়ারি এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সফরে তার সাথে ছিলেন।