গর্ববোধ
দেশে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস খেলার এখন আর সেরকম জৌলুস নেই। ফেডারেশন ও কাউন্সিলররা খেলোয়াড় তৈরি করবে। যাতে এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি হবে, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে।
শনিবার রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১-এ বাংলাদেশ টেনিস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নৌপথ-নদীবন্দর ঠিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি বলেন, একজন টেনিস খেলোয়াড় ১০০ জনকে পথ দেখাবে। সরকার বয়সভিত্তিক টেনিস খেলাকে গুরুত্ব দিয়েছে। সাধারণকে টেনিস মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে টেনিস খেলা চলে গেছে।
তিনি আরও বলেন, টেনিসের প্রতি মানুষের আগ্রহকে ফুটবলের মতো উন্মাদনার জায়গায় নিয়ে যেতে চাই। টেনিসের প্রতি যাদের প্রেম, ভালোবাসা আছে তাদের আগামীতে নির্বাচিত করা হবে।
তিনি বলেন, টেনিস ফেডারেশনকে জবাবদিহির জায়গায় রাখতে চাই। সীমাবদ্ধতা আছে। সেগুলো দূর করে টেনিসকে এগিয়ে নিতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে থেকে আমরা দূরে সরে যাচ্ছি। মানব কাঠামো তৈরি হচ্ছে না। এগিয়ে যাওয়ার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি ও ক্রীড়াকে এগিয়ে নিতে কাজ করছেন। ক্রিকেটে ওডিআই ও টেস্ট স্ট্যাটাস তার সময় এসেছে। ক্রিকেট এখন সমীহ জাগানো বিষয়।
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের আধুনিকায়ন তরায় এসময় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, টেনিস ফেডারেশনকে জবাবদিহির জায়গায় রাখতে চাই। সীমাবদ্ধতা আছে। সেগুলো দূর করে টেনিসকে এগিয়ে নিতে চাই।
আরও পড়ুন: দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাণিজ্য সম্প্রসারণে নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
৭ মাস আগে