আদমদীঘি উপজেলা
বগুড়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরচাপায় আব্দুস সালাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (০৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত আব্দুস সালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় মটপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার ও ট্রাক্টরটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
৭ মাস আগে