পূজা উদযাপন পরিষদ
দাবদাহ মোকাবিলায় দরিদ্র-অসহায় মানুষের পাশে আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ
দাবদাহ মোকাবিলায় দরিদ্র-অসহায় মানুষের পাশে আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ।
রবিবার (৫ মে) আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদের মানবিক ‘শীতল ছায়া’ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন- আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
আরও পড়ুন: মৌলিক শিক্ষা অধিকার: প্রাথমিক থেকে নিম্ন-মাধ্যমিক স্তরে উত্তরণে কাজ করবে দুই মন্ত্রণালয়
এদিকে তীব্র দাবদাহ মোকাবিলায় ‘শীতল ছায়া’ কর্মসূচির মাধ্যমে শতাধিক রিকশাচালক, গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার স্যালাইন, পানি, ইলেক্ট্রোলাইট ড্রিংকস ও পাউরুটি বিতরণ করা হয়েছে।
প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, দেশে চলমান তীব্র দাবদাহে অসহায় দিনমজুর, রিকশাওয়ালা ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
তিনি বলেন, তাদের পাশে দাঁড়াতে পেরে আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ আনন্দিত।
তিনি অসহায় ও দরিদ্রদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জনাব মো. ওমর ফারুখ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. দূর্গা রানী সরকার, ড. অশোক কুমার রায়, নন্দলাল দাস, বিষ্ণু মল্লিক, শিবানন্দ শীল, দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
উল্লেখ্য, আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ ২০২২ সাল থেকে বাণী অর্চনা উদযাপনের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আরও পড়ুন: ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের হামলার নিন্দা জবিরিইউর
৭ মাস আগে