পুলিশ এফসি
বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১০ মে) বিকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের হতাশা শুরুতে লিগ লিডার বসুন্ধরা কিংসের কাছে ১-২ গোলে হেরে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী লিমিটেড। তবে দলটি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে আছে।
২০১৮-১৯ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা বসুন্ধরা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ মৌসুমে বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম শিরোপা জয়ের জন্য প্রস্তুত। দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
ম্যাচের নবম মিনিটেই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট (১-০) ব্যবধানে ধানমন্ডির দল আবাহনীকে এগিয়ে দেন।
৮৮ মিনিটে আবাহনী সমর্থকদের হতাশ করে পুলিশ এফসির হয়ে স্থানীয় ফরোয়ার্ড এমএস বাবলু ব্যবধান সমতায় নিয়ে আসেন (১-১)।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বিকালে শেখ রাসেল কেসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং ৫৬ মিনিটে (১-০) পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এমএফএসের হয়ে প্রথম গোল করেন এবং শেখ রাসেল কেসির হয়ে সার্ভিয়ান বুটার ভোজিস্লাভ বালাবানোভিচ ৬২ মিনিটে (১-১) সমতায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
৬ মাস আগে