শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী লাইটার জাহাজে চুরির অভিযোগে এক শ্রমিককে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচ (এস আলম জেটি) থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফজলুল করিম শাকিল (২৩) মিরসরাই থানার জোরারগঞ্জ সাহেদ ডি নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য।
আরও পড়ুন: মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
নিহতের ভগ্নিপতি মো.বেলায়েত অভিযোগ করেন, ‘আমার শ্যালক শাকিল এমভি তরিবুল নাজাত ৩ জাহাজের সুকানী ছিলেন। সোমবার রাত দেড়টা থেকে ২টার দিকে এস আলম গ্রুপের পণ্যবাহী (চিনি) জাহাজে চুরির অভিযোগে নিরাপত্তাকর্মীরা শাকিলকে মারধর ও নির্যাতন চালিয়ে জাহাজ থেকে নদীতে ফেলে দিয়েছিল বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা দিকে নৌপুলিশের একটি টিম কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচে এস আলম জেটি থেকে তার লাশ উদ্ধার করে। আমরা মামলা করার জন্য নগরীর সদরঘাট থানায় এসেছি।’
চট্টগ্রাম নৌযান শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘ফজলুল করিম শাকিল নামে আমাদের এক শ্রমিকের লাশ পুলিশ নদী থেকে উদ্ধার করেছে। শুনেছি সে জাহাজ থেকে পড়ে মারা গেছে। পরিবার বলছে তাকে নদী ফেলে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশি তদন্তের পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিব।’
নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, ‘সকালে খবর পেয়ে নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
১ বছর আগে
কীর্তণখোলা নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালের কীর্তণখোলা নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আশরাফ আলী (৫৫) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা মৃত আজিজ হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ
বরিশাল কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ১৮ এপ্রিল ভোর রাতে চরমোনাই ঘাট থেকে বালু আনতে বাল্কহেড নিয়ে মোল্লারহাটের উদ্দেশে রওনা হয়। পথে চরমোনাইর নতুন চর এলাকায় বাল্কহেড নোঙর করা হলে তীব্র স্রোতের মুখে বাল্কহেড থেকে পড়ে কীর্তণখোলা নদীতে পড়ে নিখোঁজ হন আশরাফ। বুধবার রাতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে নৌকাডুবিতে শিশুসহ ২ লাশ উদ্ধার
ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২ বছর আগে
রূপসা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
খুলনার রূপসা নদীতে পড়ে যাওয়ার দুই দিন পর ফিশিং বোটের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
৪ বছর আগে
সাভারে গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার
সাভার পৌর এলাকার উলাইল থেকে শনিবার ভোর রাতে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে