খুলনার রূপসা নদীতে পড়ে যাওয়ার দুই দিন পর ফিশিং বোটের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. রাকিব হোসেন হাওলাদার (১৮) নগরীর লবণচরা ইসলামপাড়ার মো. সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, দুই দিন আগে এমভি ম্যাটাডোর ফিশিং বোট ধোয়ার সময় অসাবধানতাবশত রূপসা নদীতে পড়ে যান শ্রমিক রাকিব। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বুধবার দুপুরে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মো. নবী বলেন, ‘গত দুই দিন রূপসা নদীতে অনেক খোঁজাখুজির পর বুধবার বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। যতদূর জেনেছি, রাকিব সাঁতার জানত, তবুও রূপসার স্রোতের তোড়ে সে ডুবে যায়।’
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অমিত সাহা জানান, এ ঘটনায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।