জায়েদ
শিশু জায়েদকে মামার জিম্মায় দিতে নির্দেশ হাইকোর্টের
ময়মনসিংহের ভালুকায় বেঁচে যাওয়া দেড় মেহেদী হাসান ওরফে জায়েদকে তার মামার জিম্মায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আদালত মামলাটি তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করার জন্য ভালুকার ওসি এবং ময়মনসিংহের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
আগামী ২০ মের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল, সুরতহাল রিপোর্ট ও অন্যান্য তথ্য আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিষয়টি মানবিক বিবেচনায় আদালতে উপস্থাপন করি। আদালত স্বপ্রণোদিত আদেশ দিয়েছেন। আদালত ভিন্নরূপ দাবি না থাকায় শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া এবং এ ব্যাপারে পদক্ষেপগুলো প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে হবে।
এছাড়া শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জন আক্রান্ত
মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
৬ মাস আগে