৩টি
যশোরে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাতবোমা উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভেতরে চলাচলের সময় দেখতে পায় একটি পলিথিনে মধ্যে বোমার মতো বস্তু রয়েছে। পরে তারা পুলিশকে খবর দিলে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভেতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেন।
তবে তারা বলছে, মূলত উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভেতরে রাখা হয়েছিল।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ১, আহত ২
৭ মাস আগে